পুঁজিবাজারে কমেছে লেনদেন

মূল্য সংশোধন

প্রকাশ : ২২ মে ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  অর্থনৈতিক প্রতিবেদক

দরপতনের মধ্যদিয়ে সপ্তাহের প্রথম কর্মদিবস গতকাল রোববার দেশের পুঁজিবাজারে লেনদেন হয়েছে। কমেছে সূচক লেনদেন এবং লেনদেন হওয়া কোম্পানির শেয়ারের দাম। এর ফলে টানা তিন কর্মদিবস উত্থানের পর পুঁজিবাজারে দরপতন হলো। রোববার সূচকের ওঠানামার মধ্যদিয়ে লেনদেন হয় প্রথম আড়াই ঘণ্টা। ফলে সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত আগের দিনের চেয়ে ৬ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৬ হাজার ২৯৬ পয়েন্টে। এরপর শুরু হয় শেয়ার বিক্রির চাপ, শুরু হয় সূচক পতন। এ দরপতনের মধ্য দিয়ে দিনের লেনদেন শেষ হয়। দিন শেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে ৮ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে ১০ পয়েন্ট। ডিএসইর তথ্য মতে, গতকাল মোট ১৫ কোটি ৮৬ লাখ ২ হাজার ১৮২টি শেয়ার ও ইউনিট কেনাবেচা হয়েছে। এতে লেনদেন হয়েছে ৮১১ কোটি ৭৪ লাখ ২৪ হাজার টাকা। এর আগের কর্মদিবসে লেনদেন হয়েছিল ৯৩২ কোটি ৯১ লাখ ৭ হাজার টাকা। অর্থাৎ আগের দিনের চেয়ে লেনদেন কিছুটা কমেছে।

এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৮ দশমিক ৯০ পয়েন্ট কমে ৬ হাজার ২৮১ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অপর দুই সূচকের মধ্যে ডিএসই শরীয়াহ সূচক ২ দশমিক ১৫ পয়েন্ট কমে ১ হাজার ৩৬৬ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসই ৩০ সূচক ৪ দশমিক ৩৭ পয়েন্ট কমে ২ হাজার ১৯০ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে মোট ৩৬১টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৬৫টি কোম্পানির, কমেছে ১০৪টির ও অপরিবর্তিত রয়েছে ১৯২টি কোম্পানির শেয়ারের দাম। গতকাল রোববার ডিএসইতে লেনদেনের শীর্ষে ছিল বাংলাদেশ শিপিং করপোরেশনের শেয়ার। সবচেয়ে বেশি লেনদেন হয়েছে রূপালী লাইফ ইনস্যুরেন্সের শেয়ার। এরপর রয়েছে ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশনের শেয়ার। এছাড়া শীর্ষ ১০ এ ছিল যথাক্রমে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স, ওরিয়ন ইনফিউশন, জেমিনি সি ফুডস, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, ইস্টার্ন হাউজিং, মেঘনা লাইফ ইনস্যুরেন্স এবং আমরা নেটওয়ার্কস লিমিটেডের শেয়ার। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক ১০ দশমিক ৯৭ পয়েন্ট কমে ১৮ হাজার ৫১৯ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন সিএসইতে ২১৯টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

এর মধ্যে দাম বেড়েছে ৫৪টির, কমেছে ৬৭টির ও অপরিবর্তিত রয়েছে ৯৪টির দাম। দিন শেষে সিএসইতে ১৬ কোটি ৯৮ লাখ ৪৪ হাজার ৫৫৪ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগের দিন লেনদেন হয়েছে ১২ কোটি ৭৩ লাখ ২৯২ টাকার শেয়ার ও ইউনিটের।

পুঁজিবাজার সংশ্লিষ্টরা মনে করেন বাজার এভাবে কমতে থাকলে দেশে অর্থনৈতিক বিপর্যয় আসবে।