অর্থনৈতিক অঞ্চল ও আইটি পার্ক

উজবেকিস্তানের উপমন্ত্রীকে বিনিয়োগের আহ্বান

প্রকাশ : ২২ মে ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  অর্থ-বাণিজ্য ডেস্ক

বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) প্রেসিডেন্ট মোহাম্মদ আলী খোকন গত ১৯ মে বাংলাদেশে সফররত উজবেকিস্তানের পররাষ্ট্রবিষয়ক উপমন্ত্রী বাখরম অ্যালোয়েভের সহিত সৌজন্য সাক্ষাতে মিলিত হন। সাক্ষাতের সময় বিটিএমএ’র প্রেসিডেন্ট ২০২১ সালে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ. রহমানের নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদলের উজবেকিস্তান সফর এবং সফরকালে তার সাথে উজবেকিস্তান গার্মেন্টস ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) মধ্যে স্বাক্ষরিত একটি চৎড়ঃড়পড়ষ ড়ভ ওহঃবহঃরড়হ-এর প্রতি তার দৃষ্টি আকর্ষণ করে টেক্সটাইল ও ক্লোদিং খাতে উভয় দেশের সমান সুযোগ রয়েছে বিষয়টি উল্লেখ করে চৎড়ঃড়পড়ষ ড়ভ ওহঃবহঃরড়হ-এর বিভিন্ন বিষয়ের ওপর বিটিএমএ’র গৃহীত পদক্ষেপের প্রতি তার দৃষ্টি আকর্ষণ করে তার সহযোগিতা কামনা করেন।

বিটিএমএ’র প্রেসিডেন্ট সফররত উজবেকিস্তানের উপমন্ত্রী বাখরম অ্যালোয়েভের বাংলাদেশের ১০০টি অর্থনৈতিক অঞ্চল ও ৩০টি আইটি পার্কে উজবেক বিনিয়োগের জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের অনুরোধ জানান এবং বাংলাদেশ উজবেকিস্তানে বিনিয়োগে কি ধরনের সুবিধা ও সহযোগিতা পেতে পারে, সে বিষয়ে তার দৃষ্টি আকর্ষণ করেন। সাক্ষাতের সময় উজবেকিস্তানের প্রতিনিধিদলের সাথে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত দেশটির অনারারী কনস্যুলার তাহের শাহ এবং বিটিএমএ’র সেক্রেটারি জেনারেল মনসুর আহমেদ।