শেষ হলো ঢাকা ট্রাভেল মার্ট

প্রকাশ : ২২ মে ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  অর্থ-বাণিজ্য ডেস্ক

শেষ হলো ঢাকা ট্রাভেল মার্ট। রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলের বলরুমে গত শনিবার শেষ হলো তিন দিনব্যাপী ভ্রমণ ও পর্যটন মেলা ‘এয়ার এস্ট্রা ঢাকা মার্ট ২০২৩’। ভারত, নেপাল, মালয়েশিয়া, থাইল্যান্ড, সৌদি আরব, ওমান, সংযুক্ত আরব আমীরাত, কুয়েত এবং স্বাগতিক বাংলাদশের পঞ্চাশটির অধিক সংস্থা ও প্রতিষ্ঠান ১৮তম ঢাকা ট্রাভেল মার্টে তাদের পণ্য ও সেবা উপস্থাপন করে। মেলার আয়োজক বাংলাদেশ মনিটর সম্পাদক কাজী ওয়াহিদুল আলম জানান, ‘বিগত বছরগুলোর তুলনায় এবারের আসরে দর্শনার্থীদের আগ্রহ ছিল আশাতীত। তিন দিনের আয়োজনে বারো হাজারের অধিক ভিজিটর আকৃষ্ট করতে সক্ষম হয় এবারের মেলা। অংশগ্রহণকারী সব প্রতিষ্ঠান মেলাটির ব্যাপারে ব্যাপক সন্তোষ প্রকাশ করেছেন’। এ বিষয়ে জানতে চাইলে ট্রাভেল মার্টে ব্যাংকক হসপিটাল অফিস বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর ডা. নীলাঞ্জন সেন দৈনিক আলোকিত বাংলাদেশকে বলেন, থাইল্যান্ডে এ ভ্রমণ ও চিকিৎসা সম্পর্কিত তথ্য, প্রয়োজনীয় চিকিৎসাসেবা, চেকআপ, সার্জারি প্যাকেজ, স্বাস্থ্য চেক-আপ প্যাকেজ, এয়ার অ্যাম্বুলেন্স, টেলিমেডিসিনসহ সব ধরনের সেবা জানতে দর্শনার্থীদের উপচেপড়া ভিড় ছিল। মেলার সমাপনী দিনে ভিজিটরদের জন্য গ্র্যান্ড র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। দেশ-বিদেশে ভ্রমণের জন্য এয়ার টিকিট, হোটেল ও রিসোর্টে প্যাকেজ, তারকা হোটেলে ডিনার/লাঞ্চসহ ১৭টি আকর্ষণীয় পুরষ্কার জিতে নেন বিজয়ীরা। ঢাকা ট্রাভেল মার্টের ১৮তম আসরটি আয়োজন করছে ভ্রমণ ও পর্যটনবিষয়ক প্রকাশনা বাংলাদশ মনিটর। বেসরকারি খাতের এয়ারলাইন এয়ার এস্ট্রা ছিল মেলাটির টাইটেল স্পন্সর। ইউএস-বাংলা এয়ারলাইন্স এবং ইস্টার্ন ব্যাংক লি. (ইবিএল) যথাক্রমে প্রিমিয়াম স্পন্সর এবং ব্যাংকিং পার্টনার হিসেবে আয়োজনে সহায়তা করছে।