আইইউবি’তে ইন্ড্রাস্টি একাডেমিয়া মিট অনুষ্ঠিত

প্রকাশ : ২৪ মে ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  অর্থ-বাণিজ্য ডেস্ক

ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশ’র (আইইউবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের উদ্যোগে সম্প্রতি ইন্ডাস্ট্রি একাডেমিয়া মিট সফলভাবে সম্পন্ন হয়েছে। এই আয়োজনে একত্র হয়েছিলেন দেশের শীর্ষস্থানীয় শিল্পোদ্যোক্তা, অধ্যাপকসহ বিভিন্ন খাতের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। উপাচার্য প্রফেসর তানভীর হাসান আয়োজনে উপস্থিত ছিলেন স্কুল অব ইঞ্জিনিয়ারিং টেকনোলজি অ্যঅন্ড সায়েন্স’র ভারপ্রাপ্ত ডিন এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের বিভাগীয় প্রধান ড. মেহেদী হাসান, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কনট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিংয়ের (বাক্কো) প্রেসিডেন্ট ওয়াহিদ শরীফ, স্টার্টাপ বাংলাদেশ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর সামি আহমেদ, বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিএমসিসিআই) সভাপতি সৈয়দ আলমাস কবির, কম্পিউটার লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মো. কে আতিক-ই- রাব্বানী, গ্রামীণফোন লিমিটেডের চিফ হিউম্যান রিসোর্স অফিসার সৈয়দ তানভীর হোসেন, বিডিজবস সিইও অ্যান্ড কো-ফাউন্ডার ফাহিম মাশরুর, চালডাল ডটকমের প্রতিষ্ঠাতা এবং প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) জিয়া আশরাফ, থেরাপ (বিডি) লিমিটেডের ডিরেক্টর অব এইচআর অ্যান্ড ভাইটাল অ্যাসেটস মোহাম্মদ শামিম চৌধুরী, এডিএন ডিজিনেটের সিইও সোহেল রেজা, কণা সফটওয়্যার লিমিটেডের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট অব ইঞ্জিনিয়ার তপু নেওয়াজ, ইন্টারন্যাশনাল এক্সপার্ট টিম (এসআরইডিএ), জাইকার টিম লিডার ইওশিহিকো কাতো, মারি আইয়োতা, কনসালন্টেট এসআরইডিএ, এমআরআই, কেএ জেড সফটওয়্যারের ফাউন্ডার অ্যান্ড সিইও ওয়াহিদ চৌধুরী এবং আরো অনেকে বক্তব্য দেন।