ডিজিটাল ব্যাংকিং অ্যাপ ‘আস্থা’ ব্যবহারকারীদের বিনামূল্যে ওটিটি সাবস্ক্রিপশন প্রদানের জন্য হইচই টেকনোলজিস বাংলাদেশ লিমিটেডের সাথে পার্টনারশিপ করেছে ব্র্যাক ব্যাংক লিমিটেড। ব্যাংক নিয়মিতভাবে ‘আস্থা’ অ্যাপে লেনদেনের ক্ষেত্রে ডিজিটাল রিওয়ার্ড প্রদান করে। ডিজিটাল রিওয়ার্ড প্রোগ্রামের একটি অংশ হিসেবে ‘আস্থা’ ব্যবহারকারীরা বিনামূল্যে ওয়েব ও অ্যাপে ‘হইচই’ সাবস্ক্রিপশন পাবেন, যার মাধ্যমে তারা তাদের মোবাইল ডিভাইসে টিভি ও ডেস্কটপ কম্পিউটারে দেখার মতবিনোদন কনটেন্ট উপভোগ করতে পারবেন। ২২ মে ঢাকায় ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ব্র্যাক ব্যাংকের হেড অব রিটেইল ব্যাংকিং মো. মাহীয়ুল ইসলাম এবং হইচই’র বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর সাকিব আর খান। এছাড়া, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের হেড অব ডিজিটাল বিজনেস অ্যান্ড পেমেন্টস তানজিনা আনিস এবং ডিজিটাল বিজনেস অ্যান্ড পেমেন্টস’র সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট সুলতান মাহমুদ সরকার। ‘ হইচই’ হলো একটি অন-ডিমান্ড ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম, যা এসভিএফ এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেডের মালিকানাধীন। এর সহযোগী প্রতিষ্ঠান ‘হইচই বাংলাদেশ’ স্থানীয় শিল্পীদের সমন্বয়ে বাংলাদেশি কনটেন্টস তৈরির লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়েছিল।