ঢাকা ২৯ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

৫১০ কোটি টাকার বন্ড অনুমোদন

ব্যবসা বাড়াবে নগদ

ব্যবসা বাড়াবে নগদ

মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদ’কে ৫১০ কোটি টাকার জিরো কুপন বন্ড ইস্যুর চূড়ান্ত অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। নগদ পুরোনো ঋণ পরিশোধ, ব্যবসা সম্প্রসারণ, সেবা পরিধি বাড়িয়ে কার্যক্রমে এই অর্থ খরচ করবে বলে জানা গেছে। জানা গেছে, প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে শুধু কর্পোরেট প্রতিষ্ঠান এবং অন্যান্য যোগ্য বিনিয়োগকারীদের কাছে এই বন্ড বিক্রির অনুমতি পায় নগদ। বন্ডের প্রকৃতি হস্তান্তরযোগ্য, রিডিমেবল এবং অরূপান্তরযোগ্য। এ জিরো কুপন বন্ডের মেয়াদ ৫ বছর এবং কুপনের হার ১০ শতাংশ পর্যন্ত হতে পারে। জিরো কুপন বন্ডের মাধ্যমে কোম্পানিটি আগামী ৫ বছরের মধ্যে লাভে আসবে বলে আশা করছে। ২০১৯ সালে এই সেবা চালু করে নগদ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত