ঢাকা ২৯ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

১০ ব্যাংকের স্টক ডিভিডেন্ডে বিএসইসির অনুমোদন

১০ ব্যাংকের স্টক ডিভিডেন্ডে বিএসইসির অনুমোদন

পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ১০ কোম্পানির ঘোষণাকৃত স্টক ডিভিডেন্ডে অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানিগুলো হচ্ছে-

আইএফআইসি ব্যাংক: কোম্পানিটির ঘোষণাকৃত ২.৫০ শতাংশ স্টক ডিভিডেন্ড ইস্যু করার অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আইএফআইসি ব্যাংক ৩১ ডিসেম্বর ২০২২ সালের সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের ৫ শতাংশ ডিভিডেন্ড দেয়ার সিদ্ধান্ত নিয়েছিল। এর মধ্যে ২.৫০ শতাংশ স্টক ডিভিডেন্ড। কোম্পানি কর্তৃপক্ষ ২.৫০ শতাংশ স্টক ডিভিডেন্ডের প্রস্তাবে বিএসইসির কাছে আবেদন করলে বিএসইসি তা অনুমোদন করে।

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক : কোম্পানিটির ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড ইস্যু করার অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কোম্পানিটি ৩১ ডিসেম্বর ২০২২ সালের সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ ডিভিডেন্ড দেয়ার সিদ্ধান্ত নিয়েছিল। এর মধ্যে ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড। কোম্পানি কর্তৃপক্ষ ৫ শতাংশ স্টক ডিভিডেন্ডের প্রস্তাবে বিএসইসির কাছে আবেদন করলে বিএসইসি তা অনুমোদন করে। কোম্পানিটির বোনাস লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড নির্ধারণ করা হয়েছে ৩১ মে, ২০২৩ তারিখে।

এনআরবি কমার্শিয়াল ব্যাংক: গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত অর্থবছরের ঘোষণাকৃত স্টক ডিভিডেন্ডে সম্মতি দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কোম্পানিটি আলোচিত আর্থবছরের জন্য মোট ১২ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করে। এর মধ্যে সাড়ে ৪ শতাংশ ছিলো স্টক ডিভিডেন্ড। কোম্পানিটি ডিভিডেন্ড সংক্রান্ত এনটাইটেলমেন্টের রেকর্ড তারিখ নির্ধারণ করেছে ২৫ মে, ২০২৩ তারিখ।

গ্লোবাল ইসলামী ব্যাংক: গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত অর্থবছরের ঘোষণাকৃত স্টক ডিভিডেন্ডের সম্মতি দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কোম্পানিটি সমাপ্ত অর্থবছরের জন্য মোট ১০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করে। যার মধ্যে ৫ শতাংশ ছিলো স্টক ডিভিডেন্ড। কোম্পানিটি এ সংক্রান্ত এনটাইটেলমেন্টের রেকর্ড তারিখ নির্ধারণ করেছে আগামী ৩০ মে, ২০২৩ তারিখ।

সাউথইস্ট ব্যাংক: গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত অর্থবছরের ঘোষণাকৃত স্টক ডিভিডেন্ডে সম্মতি দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কোম্পানিটি ৩১ ডিসেম্বর ২০২২ সালের সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ ডিভিডেন্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। এর মধ্যে ৪ শতাংশ স্টক ডিভিডেন্ড। কোম্পানি কর্তৃপক্ষ ৪ শতাংশ স্টক ডিভিডেন্ডের প্রস্তাবে বিএসইসির কাছে আবেদন করলে বিএসইসি তা অনুমোদন করে।

সোস্যাল ইসলামী ব্যাংক: গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত অর্থবছরের ঘোষণাকৃত স্টক ডিভিডেন্ডে সম্মতি দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কোম্পানিটি ৩১ ডিসেম্বর ২০২২ সালের সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ ডিভিডেন্ড দেয়ার সিদ্ধান্ত নিয়েছিল। এর মধ্যে ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড। কোম্পানি কর্তৃপক্ষ ৫ শতাংশ স্টক ডিভিডেন্ডের প্রস্তাবে বিএসইসির কাছে আবেদন করলে বিএসইসি তা অনুমোদন করে। কোম্পানিটি ডিভিডেন্ড সংক্রান্ত এনটাইটেলমেন্টের রেকর্ড তারিখ নির্ধারণ করেছে ৫ জুন, ২০২৩ তারিখে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত