আপিল বিভাগের জামিনের শর্ত ভঙ্গ

প্রকাশ : ২৮ মে ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  অর্থ-বাণিজ্য ডেস্ক

অর্থপাচার মামলায় আমানতকারীদের ১১২ কোটি টাকা পরিশোধে সুপ্রিমকোর্টের আপিল বিভাগের ৬ মাসের বেঁধে দেয়া সময় শেষ হতে চললেও সমবায় প্রতিষ্ঠান আজিজ কো-অপারেটিভের সাবেক চেয়ারম্যান এম তাজুল ইসলাম টাকা ফেরত দেননি। তাই শর্ত ভঙ্গের অভিযোগে তার জামিন বাতিলের দাবিতে মানববন্ধন করেছেন প্রতিষ্ঠানটির ক্ষতিগ্রস্ত কর্মকর্তা-কর্মচারী ও আমানতকারীরা। গতকাল শনিবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে তারা জানান, সিআইডি, দুদকের মানি লন্ডারিংসহ অর্ধ শতাধিক মামলায় তিন বছর কারাভোগের পর গত বছরের ৫ ডিসেম্বর মহামান্য সুপ্রিমকোর্টের আপিল বিভাগ তাজুল ইসলামকে ৬ মাসের মধ্যে আমানতকারীদের ১১২ কোটি টাকা ফেরত দেয়ার শর্তে জামিন দেন। ওই শর্তানুযায়ী আগামী ৪ জুন ৬ মাস পূর্ণ হবে। এরপরও তিনি আমানতকারীদের এক টাকাও ফেরত দেননি। বরং জামিনে বের হয়ে এসে তাজুল ইসলাম ও তার স্ত্রী আফরোজার নির্দেশে শপিংমলের সাবেক মার্কেটিং অফিসার সাইফুল, রাকিব, কামাল হোসেন ও হাসান স্থানীয় সন্ত্রাসীদের সহযোগিতায় সিদ্ধিরগঞ্জে আজিজ কো-অপারেটিভ শপিংমলে হামলা চালায়। এছাড়া উল্টো আমানতকারীদের নামে মামলা দিয়ে হয়রানি করছে। মানববন্ধনে প্রতিষ্ঠানের সেক্রেটারি ও আমানত স্বার্থ সংরক্ষণ কমিটির আহ্বায়ক এসএম হারুনার রশিদ, পরিচালক ওসমান গনি ভূঁইয়া, মুস্তাফিজুর রহমান বাহার, সাইফুল ইসলাম, রাজশাহী বিভাগীয় প্রধান রফিকুল ইসলাম, রংপুর বিভাগীয় প্রধান আব্দুস সালাম, সহ-বিভাগীয় প্রধান মাহবুবুর রহমান, খুলনা বিভাগীয় প্রধান আবুল হাসান, সহ আঞ্চলিক প্রধানগণ এবং দুই শতাধিক আমানতকারী উপস্থিত ছিলেন।