বিশ্ব মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা দিবস উদযাপন
প্রকাশ : ২৯ মে ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
অর্থ-বাণিজ্য ডেস্ক
বাংলাদেশ শিশু একাডেমিতে গতকাল অনুষ্ঠিত হলো ‘বিশ্ব মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা দিবস ২০২৩’। দিনব্যাপী অনুষ্ঠানে ঢাকার বিভিন্ন স্কুলের চার শতাধিক শিক্ষার্থী, শিক্ষক এবং বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের মূল উপজীব্য বিষয় ছিল কিশোরী ও নারীদের মাসিক ব্যবস্থাপনা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি। অনুষ্ঠানে প্রধান অতিথি ডিএসএইচই-এর ডিরেক্টর (প্লানিং অ্যান্ড ডেভেলপমেন্ট) প্রফেসর ড. একিউএম শফিউল আজম বলেন, ‘বিশ্ব মাসিক স্বাস্থ্য দিবসকে ঘিরে আমাদের প্রত্যাশা, মাসিক স্বাস্থ্যকে কেন্দ্র করে বিদ্যমান যেসব কুসংস্কার, বদ্ধমূল ধারণা, সামাজিক রীতিনীতি, অস্বাস্থ্যকর অভ্যাস রয়েছে, সেগুলো পরিবর্তিত হলে নারীর স্বাস্থ্যের জন্য সহায়ক ও কল্যাণকর হবে।’ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফ্যামিলি প্ল্যানিং-ঢাকার ডিভিশনাল ডিরেক্টর মো. মাহবুব আলম। সভাতিত্ব করেন ইউএসএআইডি সুখী জীবন প্রকল্পের প্রজেক্ট ডিরেক্টর মাহবুব আলম (কান্ট্রি ডিরেক্টর, পাথফাইন্ডার)। আরো বক্তব্য রাখেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তা, এটুআইয়ের কর্মকর্তা আফজাল হোসেন সারোয়ার, আনিসুল হক প্রমুখ।