স্বতন্ত্র চীনা বিজনেস ডেস্ক চালু করল ইবিএল

প্রকাশ : ৩০ মে ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  অর্থ-বাণিজ্য ডেস্ক

সাম্প্রতিককালে চীন বাংলাদেশের বৃহত্তম ট্রেড পার্টনার হিসেবে আবির্ভুত হয়েছে এবং প্রতি বছর দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ অব্যাহতভাবে বেড়ে চলেছে। বাংলাদেশের অর্থনীতিক উন্নয়নে চীনের ব্যাপক বিনিয়োগ তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখছে। ‘বেল্ট অ্যান্ড রোড’ প্রকল্পের কারণে আগামী বছরগুলোতে বাংলাদেশে চীনা বিনিয়োগ আরো বৃদ্ধি পাবে বলে আশা করা যাচ্ছে। গত রোববার রাজধানীর গুলশানস্থ ইস্টার্ণ ব্যাংক লি. (ইবিএল) প্রধান কার্যালয়ে স্বতন্ত্র চীনা বিজনেস ডেস্ক উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা অনুরূপ মন্তব্য করেন। ডেস্কটির উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান এমপি, এফবিসিসিআই সভাপতি মো. জসীম উদ্দীন, চীনা দুতাবাসের ইকোনমিক ও কমার্শিয়াল কাউন্সিলর সং ইয়াং, বাংলাদেশ-চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিইসিসিসিআই) সাধারণ সম্পাদক আল মামুন মৃধা, সিয়াব প্রেসিডেন্ট কী চিং লিং, ইবিএল ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার, এবং ইবিএল ফাইন্যান্স হংকংয়ের সিইও সোহেল মোর্শেদ।