ঢাকা ২৯ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

দেশে এলপিজি প্রসারে দুই দিনব্যাপী এশিয়ান সামিট শুরু

দেশে এলপিজি প্রসারে দুই দিনব্যাপী এশিয়ান সামিট শুরু

বাংলাদেশে দিন দিন এলপিজির চাহিদা ব্যাপক আকারে বাড়ছে। গত ১০ বছরে অর্থাৎ ২০১৩ সালের পর থেকে সরকার আবাসিক ভবনে কোনো ধরনের গ্যাস সংযোগ দেয়নি। নতুন যারা ভবন নির্মাণ করছে তাদের বেশিরভাগই ভরসা করছেন এলপিজি গ্যাসের ওপর। ২০১৪ সালে দেশে এলপিজি গ্যাসের ব্যবহার ছিল ১ লাখ টন, যা গত ১০ বছরে বেড়ে হয়েছে ১৫ লাখ টনে। পাশাপাশি এলপিজি সরবরাহকারী প্রতিষ্ঠানের সংখ্যাও দিন দিন বাড়ছে। ফলে দেশে এলপিজির বাজারকে আরো সম্প্রসারণ করতে দেশীয় এবং আন্তর্জাতিক কোম্পানিগুলোর মধ্যে সম্পর্ক বাড়াতে শুরু হয়েছে দুই দিনব্যাপী এশিয়ান রিজিওনাল এলপিজি সামিট। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজনে করা হয়েছে ‘এশিয়ান এলপিজি সামিট সম্মেলন-২০২৩’। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় শুরু হওয়া দুই দিনব্যাপী এ সামিট শেষ হবে আজ বুধবার সন্ধ্যা ৬টায়। সামিটে বিভিন্ন সিলিন্ডার প্রস্তুতকারক কোম্পানি থেকে শুরু করে ভাল্ব প্রস্তুতকারক কোম্পানিসহ এলপিজি সেক্টরের বিভিন্ন প্রযুক্তি তুলে ধরা হয়েছে। গতকাল মঙ্গলবার এ সামিট ঘুরে দেখা গেছে, বিভিন্ন দেশের এলপিজি সরবরাহকারী কোম্পানিগুলো তাদের বিভিন্ন ধরনের প্রযুক্তি এবং কিভাবে পরিচালনা করেন এ সব তারা সামিটে সবার সামনে তুলে ধরেছে। বসুন্ধরা সেক্টর-এ পরিকল্পনা ও জনসংযোগ প্রধান এবং বিএলএনজি, বিপিপিএলের বিভাগীয় প্রধান ইঞ্জিনিয়ার মো. জাকারিয়া জালাল বলেন, ওয়ার্ল্ড এলপিজি অ্যাসোসিয়েশন সারা পৃথিবীতে এলপিজর মার্কেট সম্প্রসারণ এবং মানুষের দোরগোড়ায় পৌঁছানোর কাজ করছে। সারা পৃথিবীর এলপিজি সাপ্লায়ার, অপারেটর এবং ট্রেডার্স ওয়ার্ল্ড এলপিজি অ্যাসোসিয়েশনের সদস্য। তারা বিভিন্ন দেশে সামিটের মাধ্যমে এ প্রোগ্রাম করে থাকে। এবার এশিয়ান যে রিজনাল সামিট, তা দুই দিনব্যাপী ঢাকায় হচ্ছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত