বাজেট ঘোষণার আগেই মোবাইল বাজারে অস্থিরতা

প্রকাশ : ০১ জুন ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  অর্থনৈতিক প্রতিবেদক

আসন্ন ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণার আগেই মোবাইল হ্যান্ডসেটের বাজারে অস্থিরতা দেখা দিয়েছে বলে আশঙ্কা প্রকাশ করেছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন। গতকাল বুধবার এক বিবৃতিতে সংগঠনের সভাপতি মহিউদ্দিন আহমেদ এই তথ্য জানান। তিনি বলেন, সরকার দেশে মোবাইল হ্যান্ডসেট উৎপাদনের জন্য ১৭টি প্রতিষ্ঠানকে লাইসেন্স দেয়। যার উদ্দেশ্য ছিল দেশের বাজারে চাহিদা মিটিয়ে বহির্বিশ্বে রপ্তানি করা। সেই লক্ষ্যে প্রতিষ্ঠানগুলোকে উৎপাদনের ক্ষেত্রে কর অবকাশের সুবিধা দেয়। যদিও উৎপাদন, বাজারজাতকরণ ও সরবরাহের ক্ষেত্রে প্রায় ১৩ থেকে ১৫ শতাংশ ভ্যাট থেকে যায়।