ঢাকা ২৯ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড এবং টেলিটক বাংলাদেশের মধ্যে চুক্তি

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড এবং টেলিটক বাংলাদেশের মধ্যে চুক্তি

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের মধ্যে পল্লী বিদ্যুৎ সমিতির বিল ডিজিটাল পদ্ধতিতে আদায় সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। চুক্তির আওতায় টেলিটকের সিস্টেম ব্যবহার করে পল্লী বিদ্যুৎ সমিতির গ্রাহকদের পোস্ট পেইড বিদ্যুৎ বিল আদায় করা হবে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে টেলিটক বাংলাদেশ লিমিটেডের মহাব্যবস্থাপক (মার্কেটিং অ্যান্ড ভ্যাস) তাহমিনা খাতুন, বাংলাদেশ পল্লী বিদ্যুৎ সমিতির সচিব হাসিনা বেগম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন। এছাড়া অনুষ্ঠানে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের দীপংকর বিশ্বাস, সদস্য (অর্থ), মো. হোসেন পাটোয়ারী, নিয়ন্ত্রক (অর্থ ও হিসাব) এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের মো. নিজাম উদ্দিন, মহাব্যবস্থাপক, অর্থ ও হিসাব, মোহাম্মদ জামাল উদ্দিন, অতিরিক্ত মহাব্যবস্থাপক, মার্কেটিং অ্যান্ড ভ্যাসসহ উভয় প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত