ঢাকা ২৯ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

নিশ্চিন্তে কোরবানির কমপ্লিট সল্যুশন নিয়ে এলো বেঙ্গল মিট

নিশ্চিন্তে কোরবানির কমপ্লিট সল্যুশন নিয়ে এলো বেঙ্গল মিট

আসন্ন ঈদুল আজহা ২০২৩ উপলক্ষ্যে বেঙ্গল মিট এবছরও চালু করল অনলাইন কোরবানি হাট যার মাধ্যমে গ্রাহকের অর্ডার করা গরু, ছাগল এবং ভেড়াকে ইসলামি ফাউন্ডেশনের প্রতিনিধির তত্ত্বাবধানে কোরবানি সম্পন্ন করে এবং কোল্ড চেইন বজায় রেখে ডেলিভারি করা হবে। হাটে যাওয়া, উন্মুক্ত জায়গায় কোরবানি ও মাংস প্রসেসিং এর দুশ্চিন্তা এড়াতে ক্রেতাদের চাহিদার কথা মাথায় রেখে বেঙ্গল মিট প্রতি বছর এ আয়োজন করে থাকে। গতকাল বৃহস্পতিবার ঢাকায় বেঙ্গল মিটের প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে অনলাইন কোরবানির নবম বছরের আয়োজন তুলে ধরেন বেঙ্গল মিটের কর্মকর্তারা। উল্লেখ্য যে এর মধ্যেই মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী জনাব শ ম রেজাউল করিম, এমপি, গত ৩০ মে ২০২৩ বেঙ্গল মিটের অনলাইন কোরবানির ওয়েবসাইট www.qurbani.bengalmeat.com-এর শুভ উদ্বোধন ঘোষণা করেন। তিনি বলেন, বেঙ্গল মিট-এর এই অনলাইন কোরবানির উদ্যোগ স্মার্ট বাংলাদেশ নির্মাণের একটি উত্তম উদাহরণ। এ পোর্টাল থেকে গরু বাছাই, অনলাইন পেমেন্ট, হালাল কোরবানি, মিট প্রসেসিং এবং ডেলিভারি অপশন- এই সবকিছু করার ব্যবস্থা রয়েছে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- বেঙ্গল মিটের হেড অব মার্কেটিং শেখ ইমরান আজিজ, কোরবানি প্রকল্পের প্রধান ফয়সাল আহমেদ, মানবসম্পদ বিভাগের সিনিয়র ম্যানেজার নূর মোহাম্মদ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত