ঢাকা ২৪ সেপ্টেম্বর ২০২৪, ৯ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বাজেট প্রতিক্রিয়া

জীবনযাত্রার ব্যয় হ্রাস ও স্থিতিশীলতায় ভূমিকা রাখবে

প্রফেসর ড. মো. সেলিম উদ্দিন
জীবনযাত্রার ব্যয় হ্রাস ও স্থিতিশীলতায় ভূমিকা রাখবে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের অধ্যাপক এবং বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন (বিএইচবিএফসি) ও ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের নির্বাহী কমিটির চেয়ারম্যান, ড. মো. সেলিম উদ্দিন ২০২৩-২০২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেট বিষয়ে তার বিশ্লেষণ প্রদান করেছেন। বিশ্লেষণে তিনি বলেন, বাজেটটি এমন এক সময়ে ঘোষিত হল, যখন বিশ্বব্যপী মহামারি কোভিড-১৯ কারণে ক্ষতিগ্রস্ত অর্থনীতি পুনরুদ্ধার হতে না হতে রাশিয়া ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে ভয়ানক অস্থির বিশ্ববাজারের প্রতিকূল প্রভাবে বাংলাদেশের অর্থনৈতিক সূচকগুলো চ্যালেঞ্জের মুখে পতিত হয়েছে। এ প্রতিকূলতার মধ্যে মুদ্রাস্ফীতি, ডলার সংকট, রিজার্ভে অব্যাহত চাপ, টাকার বিনিময় হারে অস্থিতিশীলতা তথা বহি: খাত- আমদানি, রপ্তানি ও প্রবাসী আয় ইত্যাদি সূচকগুলো ক্রমশ সংবেদনশীল হয়ে উঠছে। তিনি প্রস্তাবিত বাজেটকে জীবনযাত্রার ব্যয়ে স্বস্তি এবং অর্থনৈতিক স্থিতিশীলতা আনয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে ২০৪১ সালের মধ্যে সুখী, সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্ন বাস্তবায়নের প্রয়াস হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি বলেন, ঘোষিত বাজেটের আকৃতি ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা। প্রস্তাবিত এ বাজেটে মুদ্রাস্ফীতি ও জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে যথাক্রমে ৬.৫-৭.০০ শতাংশ ও ৭.৫ শতাংশ। এ বাজেট বাস্তবায়নের সম্ভাব্য মোট আয় প্রাক্কলন করা হয়েছে ৫, ০৩, ৯০০ কোটি টাকা যার মধ্যে এনবিআরের লক্ষ্য ৪ লক্ষ কোটি টাকা, এনবিআর বহির্ভূত ২০ হাজার কোটি টাকা, কর বহির্ভূত আয় ৫০ হাজার কোটি টাকা এবং অনুদান ৩ হাজার ৯০৯ কোটি টাকা। প্রস্তাবিত আয়-ব্যয়ের ঘাটতি ২ লাখ ৫৭ হাজার ৮৮৫ কোটি টাকার মধ্যে অভ্যন্তরীণ ও বৈদেশিক উৎস হতে যথাক্রমে ১৫৫,৩৯৫ কোটি টাকা ও ১০২,৪৯০ কোটি টাকা ঋণের মাধ্যমে অর্থায়ন করা হবে। মোট বাজেটের ৪৭৫, ২৮১/- কোটি টাকা (৬২.৩৯%) পরিচালনা ব্যয়, ২৭৭, ৫৮২/- কোটি টাকা (৩৬.৪৩%) উন্নয়ন খাতে এবং অবশিষ্ট ৮, ৯২২/- কোটি টাকা (১.১৭%) খাদ্য, ঋণ ও অগ্রিমে খরচ হবে। ইতিহাসের সর্ববৃহৎ আকারের এই বাজেট দুটি সরকার বাস্তবায়ন করবে বিধায় বাজেটের প্রতিটি বিষয়, বরাদ্দকৃত খাত, বাস্তবায়ন কৌশল, সরকারের দর্শন, স্বপ্ন, বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি সামলে নেয়া ইত্যাদি বিষয়গুলোতে আলাদা আলাদা গুরুত্বারোপ করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত