গ্লোবাল বিজনেজ স্কুল-জিবিএস’র প্রতিনিধি সম্মেলন
প্রকাশ : ০৪ জুন ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
অর্থ-বাণিজ্য ডেস্ক
মহামারির স্থবিরতা কাটিয়ে বাংলাদেশের শিক্ষার্থীদের বিদেশে উচ্চ শিক্ষার সুযোগ বাড়াতে গতকাল শনিবার রাজধানীর একটি হোটেলে প্রতিনিধি সম্মেলনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিশ্বব্যাপী মানসম্পন্ন উচ্চ শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ নিশ্চিতে কাজ করে যাওয়া প্রতিষ্ঠান গ্লোবাল বিজনেস স্কুল-জিবিএসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছিলেন ডা. বিশ্বজিৎ রানা (গ্রুপ সিইও, জিইডিইউ), আশু মোগলা (সহযোগী পরিচালক- দক্ষিণ এশিয়া/আফ্রিকা), অসীম দত্ত (ইউকে বিজনেস ডেভেলপমেন্টের প্রধান), কুবের কাপুর (কান্ট্রি হেড-বাংলাদেশ), নকিব রহমান (সিনিয়র বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার)।
বক্তারা শিক্ষাবান্ধব বর্তমান সরকারের নানা পদক্ষেপ তুলে ধরে বলেন, মালয়েশিয়া, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, জার্মানি, কানাডা, ভারত ও জাপানসহ বিভিন্ন দেশে বছরে বাংলাদেশের লক্ষাধিক শিক্ষার্থী উচ্চ শিক্ষা গ্রহণ করতে যায়। তারা শিক্ষার্থীর এ সংখ্যা যাতে আরো বাড়ানো যায়, সেজন্য জিবিএসের সহযোগিতা চান। সংবাদ বিজ্ঞপ্তি