ঢাকা ২৯ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

পুঁজিবাজারে সর্বোচ্চ লেনদেন

পুঁজিবাজারে সর্বোচ্চ লেনদেন

নতুন (২০২৩-২৪) অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণার পর প্রথম কর্মদিবস গতকাল রোববার (৪ জুন) পুঁজিবাজারে চলতি বছরের মধ্যে সর্বোচ্চ লেনদেন হয়েছে। বিমা ও প্রকৌশল খাতের শেয়ারের দাম বাড়ায় এদিন লেনদেনের পাশাপাশি সূচকও বেড়েছে। গতকাল রোববার দিনভর সূচক ওঠানামার মধ্যদিয়ে লেনদেন হয়েছে। এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ১০ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক বেড়েছে ৩২ পয়েন্ট। ডিএসইর তথ্য মতে, রোববার ডিএসইতে ৩৫০ প্রতিষ্ঠানের মোট ২২ কোটি ৭২ লাখ ৮০ হাজার ১৬৫ শেয়ার ও ইউনিট কেনা-বেচা হয়েছে। ডিএসইতে লেনদেন হয়েছে ১ হাজার ২৫৪ কোটি ৪০ লাখ ৯৫ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিল ৯৯৭ কোটি ৮৩ লাখ ৩২ হাজার টাকা। অর্থাৎ, আগের দিনের চেয়ে লেনদেন বেড়েছে। শুধু আগের দিনের চেয়ে লেনদেন বাড়েনি। বরং ২০২২ সালের ৮ নভেম্বরে পর গতকাল ডিএসইতে সর্বোচ্চ লেনদেন হলো। ওই দিন ১ হাজার ৪৯৪ কোটি টাকা লেনদেন হয়েছিল। লেনদেন হওয়া ৩৫০ প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৭৭টির, কমেছে ১০০টির আর অপরিবর্তিত রয়েছে ১৭৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের দাম। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১০ দশমিক ৫৭ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৩৬৬ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অপর দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ সূচক ৩ দশমিক ৪৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৮২ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসই ৩০ সূচক ২ দশমিক ২৭ পয়েন্ট কমে ২ হাজার ১৯৯ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে লেনদেনের শীর্ষে ছিল ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশনের শেয়ার। এরপর সবচেয়ে বেশি লেনদেন হয়েছে মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার। পরের তালিকায় রয়েছে সি পার্ল হোটেল রিসোর্টস অ্যান্ড স্পার শেয়ার। এছাড়া শীর্ষ ১০-এ ছিল যথাক্রমে, এডিএন টেলিকম, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, অগ্রণী সিস্টেমস, আমরা নেটওয়ার্কস, আইটিসি, নাভানা ফার্মা এবং সিভিও পোট্রোক্যামিকেলস লিমিটেডের শেয়ার। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক ৩২ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ৭৮৮ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন সিএসইতে ২২০টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৬১টির, কমেছে ৬৭টির ও অপরিবর্তিত রয়েছে ১৯২ টির দাম। দিন শেষে সিএসইতে ২১ কোটি ৯৪ লাখ ৬৯ হাজার ৫৮০ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগের দিন লেনদেন হয়েছিল ১১ কোটি ৭৩ লাখ ১৫ হাজার ০৪ টাকার শেয়ার।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত