এমটবের মহাসচিব লে. কর্নেল জুলফিকার
প্রকাশ : ০৫ জুন ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
অর্থ-বাণিজ্য ডেস্ক
মোবাইল অপারেটরদের জাতীয় ট্রেড অ্যাসোসিয়েশন এমটব (অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশ) লেফটেন্যান্ট কর্নেল (অব.) মোহাম্মদ জুলফিকারকে নতুন মহাসচিব হিসেবে নিযুক্ত করেছে। তিনি ব্রিগেডিয়ার জেনারেল এসএম ফরহাদের (অব.) স্থলাভিষিক্ত হয়েছেন। নতুন মহাসচিব ১ জুন দায়িত্ব গ্রহণ করেন। এমটবের প্রেসিডেন্ট এরিক অস বলেন, ‘লে. কর্নেল মোহাম্মদ জুলফিকারকে (অব.) মহাসচিব হিসেবে পেয়ে এমটব বোর্ড আনন্দিত। টেলিযোগাযোগ এবং আইসিটি খাতে তার দীর্ঘ নেতৃত্বের অভিজ্ঞতা মোবাইল খাতকে নতুন মাত্রা দেবে। টেলিযোগাযোগ ক্ষেত্রে কারিগরি অভিজ্ঞতাসম্পন্ন মোহাম্মদ জুলফিকার মোবাইল নম্বর পোর্টাবিলিটি (এমএনপি) সেবাদানকারী প্রতিষ্ঠান ইনফোজিলিওনের প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্বে ছিলেন। তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে দীর্ঘ ২৫ বছর টেলিকম এবং আইটি সংশ্লিষ্ট বিভিন্ন দায়িত্ব দক্ষতার সঙ্গে পালন করেন। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে কম্পিউটার প্রকৌশলে স্নাতক মোহাম্মদ জুলফিকার আরো যেসব প্রতিষ্ঠানে কাজ করেছেন তার মধ্যে আছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই), বিটিআরসি এবং এমটব।