ঢাকা ২৪ সেপ্টেম্বর ২০২৪, ৯ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

দেশীয় পণ্যের বাজার বড় করতে সরকার সহযোগিতা প্রদান করছে

দেশীয় পণ্যের বাজার বড় করতে সরকার সহযোগিতা প্রদান করছে

শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার বলেছেন, ‘দেশীয় পণ্যের বাজার বড় করতে বর্তমান সরকার একদিকে বিদেশি পণ্য আমদানি নিরুসাহিত করছে অন্যদিকে রপ্তানি বাড়াতে সব ধরনের সহযোগিতা প্রদান করছে ব্যবসায়ীদের। আমি আশা করছি, এই মেলার মাধ্যমে দেশেও চাহিদা মিটিয়ে ফার্নিচার বিদেশে রপ্তানি বাড়তে সহায়ক হবে। গতকাল মঙ্গলবার মিরপুর শেওরাপাড়ার মেহফিল কনভেশন হলে ‘মিরপুর ফার্নিচার ঈদ উৎসব ২০২৩’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতির মিরপুর অঞ্চলের সভাপতি আলহাজ শেখ আব্দুল আউয়াল। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতির সভাপতি সেলিম এইচ রহমান, মহাসচিব মো. ইলিয়াস সরকার এবং সাংগঠনিক সম্পাদক এ করিম মজুমদার। ঈদের আগের রাত পর্যন্ত আগারগাঁও থেকে মিরপুর ১০ পর্যন্ত রাস্তার দুই পাশে সব ফার্নিচারে দোকানে চলবে এই বিশাল মেলা। মেলায় ফার্নিচার প্রতিষ্ঠান হাতিল, আখতার, নাভানা, নাদিয়াসহ ১০০টি প্রতিষ্ঠানের শোরুম যুক্ত থাকছে। মেলায় ক্রেতাদের জন্য বিশেষ আকর্ষণ হিসেবে সর্বমোট ৪০ লাখ টাকার পুরস্কারসহ থাকছে স্ক্র্যাচ কার্ডে নিশ্চিত নগদ মূল্য ছাড়। এছাড়া শিশুদের জন্য থাকছে চিত্রাঙ্গন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিশেষ পুরস্কার পাওয়ার সুযোগ। করোনা মহামারির পর দেশীয় ফার্নিচার ব্যবসায়ীদের দুর্ভোগ কমাতে এবং ক্রেতাদের ভিড় বাড়িয়ে ব্যবসায়িক পরিস্থিতি শিথিল করার উদ্দেশ্যে ‘মিরপুর ফার্নিচার ঈদ উৎসব ২০২৩’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন আয়োজকরা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত