ঢাকা ২৪ সেপ্টেম্বর ২০২৪, ৯ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বিএসটিআইয়ের হালাল ল্যাবরেটরির আধুনিকায়নে কাজ করবে বিটিএফ

বিএসটিআইয়ের হালাল ল্যাবরেটরির আধুনিকায়নে কাজ করবে বিটিএফ

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) সক্ষমতা বৃদ্ধি ও হালাল ল্যাবরেটরির আধুনিকায়নে কাজ করবে বাংলাদেশ ট্রেড ফেসিলেটেশন (বিটিএফ)। এ লক্ষ্যে বিএসটিআই ও বিটিএফের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। গতকাল বুধবার রাজধানীর তেজগাঁওয়ে বিএসটিআইর প্রধান কার্যালয়ে এ সংক্রান্ত একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিএসটিআইয়ের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানের মহাপরিচালক (গ্রেড-১) মো. আবদুস সাত্তার এবং ইউএসডিএ’র পক্ষে স্বাক্ষর করেন প্রকল্প পরিচালক মাইকেল জে. পার। সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানের বিএসটিআই মহাপরিচালক মো. আব্দুস সাত্তার বলেন, সরকারের ভিশনের সঙ্গে লক্ষ্য রেখে বিএসটিআইকে একটি স্মার্ট প্রতিষ্ঠানে রূপান্তর করতে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, সমঝোতা স্মারকের অধীনে পরিচালিত কার্যক্রম বিএসটিআইকে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় অবদান রাখতে সহায়তা করবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত