ঢাকা ২৪ সেপ্টেম্বর ২০২৪, ৯ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ঢাকা চেম্বারের প্রতিনিধিদল বিমসটেক ব্যবসা সম্মেলনে

ঢাকা চেম্বারের প্রতিনিধিদল বিমসটেক ব্যবসা সম্মেলনে

আজ থেকে কলকাতায় তিন দিনের বিমসটেক বিজনেস কনক্লেভে যোগ দিতে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি ব্যারিস্টার মো. সামীর সাত্তারের নেতৃত্বে ১২ সদস্যের একটি প্রতিনিধি দল গতকাল ঢাকা ত্যাগ করেছে। ভারত সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় ইন্ডিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (আইসিসি) বিজনেস কনক্লেভের আয়োজন করছে। ঢাকা চেম্বারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিমসটেক বিজনেস কনক্লেভ উদ্বোধনী সেশনে ‘বঙ্গোপসাগর অঞ্চলের দেশগুলোর টেকসই অর্থনৈতিক উন্নয়ন : বিমসটেকের ২৫ বছর পূর্তি’ বিষয়ের ওপর আলোকপাত করা হবে। এছাড়া বাণিজ্য ও বিনিয়োগ সম্ভাবনা, কৃষি ও খাদ্যনিরাপত্তা, অবকাঠামো, লজিস্টিক ও যোগাযোগ, স্বাস্থ্যসেবা, টেকসই পর্যটন, নারী উদ্যোক্তা উন্নয়ন, টেক্সটাইল ও তৈরি পোশাক, ব্যাংকিং ও ফিন্যান্স, ডিজিটাল কানেক্টিভিটি, স্টার্ট-আপ, জলবায়ু পরিবর্তন, আঞ্চলিক বাণিজ্য সহযোগিতা প্রভৃতি বিষয়ের ওপর বেশ কয়েকটি প্ল্যানারি সেশন অনুষ্ঠিত হবে। ঢাকা চেম্বারের প্রতিনিধি দলের সদস্যরা এ সম্মেলনে বিষয়ভিত্তিক সেশন, বিটুবি ম্যাচ-মেকিং এবং এক্সিবিশনে অংশ নেবেন। বিমসটেক অঞ্চলের দেশগুলোর মধ্যে আন্তঃআঞ্চলিক বাণিজ্য ও বিনিয়োগ ত্বরান্বিত করার পাশাপাশি সদস্যভুক্ত দেশগুলোর অর্থনৈতিক সম্পৃক্ততা বাড়াতে একটি কার্যকর ভ্যালু চেইন প্রক্রিয়ার উন্নয়নে একটি কার্যকর রূপরেখা প্রণয়নের ওপর এ সম্মেলন গুরুত্ব পাবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত