ঢাকা ২৯ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

এশিয়ার পাঁচ ক্রেতাকে চুক্তির পুরো তেল দেবে আরামকো

এশিয়ার পাঁচ ক্রেতাকে চুক্তির পুরো তেল দেবে আরামকো

সামষ্টিক অর্থনৈতিক ঝুঁকি তৈরি হয়েছে গোটা বিশ্বে। এটি মোকাবিলায় আগামী জুলাই থেকে দৈনিক আরও ১ মিলিয়ন ব্যারেল তেল উৎপাদন কমানোর প্রতিশ্রুতি দিয়েছে সৌদি আরব। স্বাভাবিকভাবেই বিশ্ববাজারে ঘাটতি দেখা দেবে। তবে চুক্তি অনুযায়ী, আগামী জুলাইয়ে এশিয়ার পাঁচ ক্রেতার কাছে পুরোপুরিই জ্বালানি পণ্যটি সরবরাহ করবে দেশটির রাষ্ট্রায়ত্ত কোম্পানি সৌদি আরামকো। বিষয়টির সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত কয়েক সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে। গত সপ্তাহে হঠাৎ প্রতিদিন আরও ১ মিলিয়ন ব্যারেল তেল উৎপাদন কমানোর ঘোষণা দেয় সৌদি। চলতি বছরের শেষ পর্যন্ত তা অব্যাহত রাখার কথা জানায় বিশ্বের শীর্ষ রপ্তানিকারক দেশটি। এতে চুক্তি অনুযায়ী, জ্বালানি পণ্যটি পাওয়া নিয়ে এশিয়ার কিছু ক্রেতার শঙ্কা জেগেছিল। অবশেষে তাদের আশ্বস্ত করল সৌদি আরব মালিকানাধীন প্রতিষ্ঠানটি। আরামকোর ঘোষণার পর অপরিশোধিত ব্রেন্টের এবং ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম বেড়ে যায়। এছাড়া একই সময়ে আরব লাইট ক্রডের দর বৃদ্ধি পায়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত