সূচকের পতন শেয়ারবাজারে
প্রকাশ : ১৫ জুন ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
আরো দরপতন হতে পারে এই ভয়ে পুঁজিবাজারে শেয়ার বিক্রির হিড়িক পড়েছে। ফলে সপ্তাহের চতুর্থ কর্মদিবস বুধবারও (১৪ জুন) দেশের পুঁজিবাজারে দরপতন হয়েছে। এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক কমেছে ২৪ পয়েন্ট। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে ৭২ পয়েন্ট। সূচকের পাশাপাশি কমেছে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম। এর ফলে চলতি সপ্তাহের টানা চার কর্মদিবসই পুঁজিবাজারে দরপতন হলো। তবে তার আগে টানা দু’দিন উত্থান হয়েছিল। ডিএসইর তথ্য মতে, গত বুধবার সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় দিনের লেনদেন শুরু হয়। এরপর শুরু হয় শেয়ার বিক্রির চাপ। সেই চাপের কারণে দিনের বাকি সময়ের লেনদেন সূচক পতনের মধ্যদিয়ে।