ঢাকা ২৯ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেডের ২৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেডের ২৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেডের ২৭তম বার্ষিক সাধারণ সভা ব্যাংকের চেয়ারম্যান সায়েম আহমেদের সভাপতিত্বে সোমবার (১২ জুন) ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে। বার্ষিক সাধারণ সভার শুরুতে ব্যাংকের চেয়ারম্যান তার সংক্ষিপ্ত বক্তব্যে সম্মানিত শেয়ারহোল্ডারদেরকে শুভেচ্ছা জানান। বিপুলসংখ্যক শেয়ারহোল্ডার ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে ব্যাংকের বার্ষিক সাধারণ সভায় অংশগ্রহণ করেন। বার্ষিক সাধারণ সভায় সম্মানিত শেয়ারহোল্ডারবৃন্দ ২০২২ সালের জন্য ২৫% ডিভিডেন্ড (১৭.৫% ক্যাশ ডিভিডেন্ড এবং ৭.৫% স্টক ডিভিডেন্ড প্রতি শেয়ারে) প্রদানের অনুমোদন দেন। ২০২২ সালের ৩১ ডিসেম্বর অনুযায়ী ব্যাংকের নিরীক্ষিত বার্ষিক আর্থিক বিবরণী সভায় উত্থাপন করা হয়। শেয়ারহোল্ডার ব্যাংকের ২০২২ সালের বার্ষিক আর্থিক বিবরণী অনুমোদন করেন এবং ব্যাংকের বিভিন্ন কার্যক্রম নিয়ে তাদের অভিমত ব্যক্ত করেন ও নানাবিধ বিষয়ে প্রস্তাবনা পেশ করেন। সভা ব্যাংকের পরিচালক হিসেবে সায়েম আহমেদ এবং মিসেস সাদিয়া রাইয়ান আহমেদ এর পুনঃনিয়োগ অনুমোদন করে। সভা ২০২৩ সালের জন্য কোম্পানীর নিরীক্ষক হিসেবে মেসার্স এ. কাসেম এন্ড কোং, চাটার্ড একাউন্ট্যান্টস এবং কর্পোরেট গভর্নেন্স নিরীক্ষক হিসেবে মেসার্স হোদা ভাসি চৌধুরী এন্ড কোং, চাটার্ড একাউন্ট্যান্টসের নিয়োগ অনুমোদন করে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত