ঢাকা ২৯ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

প্রান্তিক জনগোষ্ঠীর সুবিধায় আসছে ডিজিটাল ব্যাংক

প্রান্তিক জনগোষ্ঠীর সুবিধায় আসছে ডিজিটাল ব্যাংক

প্রান্তিক মানুষের কাছে ব্যাংকিং সুবিধা পৌঁছে দিতে আসছে ডিজিটাল ব্যাংক। এই ব্যাংকিং সিস্টেমে কোনো শাখা ছাড়াই হবে আর্থিক লেনদেন। প্রস্তাবিত ডিজিটাল ব্যাংকের রূপরেখা ও নীতিমালা অনুমোদন করেছে কেন্দ্রীয় ব্যাংক। প্রযুক্তিনির্ভর আধুনিক ব্যাংকের লাইসেন্স পেতে ন্যূনতম মূলধন লাগবে ১২৫ কোটি টাকা। তবে ঋণখেলাপি কোনো ব্যক্তি ব্যাংকের শেয়ারহোল্ডার হতে পারবেন না। এমন বিধিমালা নিয়ে শিগগিরই ডিজিটাল ব্যাংকের চূড়ান্ত অনুমোদন দিতে যাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। তবে, এ সেবায় সাইবার নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়েছেন প্রযুক্তি সংশ্লিষ্টরা। এছাড়া বড় প্রতিষ্ঠানগুলোকে একতরফাভাবে লাইসেন্স না দিতে ব্যাংলাদেশ ব্যাংকের প্রতি আহ্বান জানিয়েছে বেসিসসহ প্রযুক্তিখাতের উদ্যোক্তারা। ২০১১ সালের মার্চে বাংলাদেশে যাত্রা শুরু হয় মোবাইল ব্যাংকিং সেবার। গত একযুগে প্রান্তিক মানুষকে দেশের আর্থিক সেবায় যুক্ত করে বড় বিপ্লব ঘটিয়েছে এমএফএস। বর্তমানে প্রতি মাসে ১ লাখ কোটি টাকা লেনদেন হচ্ছে মোবাইলে। এই সাফল্যের ধারাবাহিকতায় এবার ডিজিটাল ব্যাংক চালুর উদ্যোগ নিয়েছে সরকার। এরই মধ্যে খসড়া গাইডলাইন তৈরি করেছে কেন্দ্রীয় ব্যাংক। যেখানে প্রযুক্তিনির্ভর এই ব্যাংকের লাইসেন্স পেতে ন্যূনতম মূলধন লাগবে ১৫০ কোটি টাকা। প্রধান কার্যালয় ছাড়া থাকবে না কোনো শাখা। আমানত সংগ্রহ, ঋণ আবেদন ও ঋণ অনুমোদন সবই হবে অ্যাপভিত্তিক। লেনদেনের সুবিধার্থে ভার্চুয়াল কার্ড, কিউআর কোড পাবেন গ্রাহকরা। এ অবস্থায় গতকাল বুধবার রাজধানীর কারওয়ান বাজারে বেসিস মিলনায়তনে এক অনুষ্ঠানে ডিজিটাল ব্যাংকিং সেবায় সাইবার নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানান তথ্যপ্রযুক্তিখাত সংশ্লিষ্টরা। এরই মধ্যে মোবাইল সেবাদানকারী দুটি প্রতিষ্ঠান ডিজিটাল ব্যাংক চালুর বিষয়ে আগ্রহী বলে জানা গেছে। এরই মধ্যে দক্ষিণ এশিয়ায় ডিজিটাল ব্যাংক চালু করেছে ভারত ও পাকিস্তান।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত