টুরিস্ট সিম আনল গ্রামীণ ফোন

প্রকাশ : ১৬ জুন ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

বিদেশি ভ্রমণকারী, নাগরিক, উদ্যোক্তা ও ব্যবসায়ীসহ স্বল্প সময়ের জন্য বাংলাদেশে ভ্রমণে আসা সবার জন্য বিশেষভাবে কাস্টমাইজড টুরিস্ট সিম নিয়ে এসেছে গ্রামীণফোন (জিপি)। দেশের প্রথম অপারেটর হিসেবে এ ধরনের সিম চালু করেছে প্রতিষ্ঠানটি। ফলে স্বল্প সময়ের জন্য যারা বাংলাদেশে ঘুরতে বা কাজে আসেন, তারা রোমিংয়ের অতিরিক্ত ফি ও চার্জ ছাড়াই নিরবচ্ছিন্ন কানেকটিভিটি সেবা উপভোগ করতে পারবেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে গ্রামীণফোন। আজ বুধবার রাজধানীর লা মেরিডিয়ানে আয়োজিত এক অনুষ্ঠানে জিপির টুরিস্ট সিম উন্মোচন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার। বিশেষ অতিথি ছিলেন বিটিআরসির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাসিম পারভেজ। অনুষ্ঠানে গ্রামীণফোনের প্রধান নির্বাহী ইয়াসির আজমান, প্রধান বিপণন কর্মকর্তা সাজ্জাদ হাসিবসহ বিটিআরসি ও গ্রামীণফোনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও বিভিন্ন পর্যটন কেন্দ্রসহ দেশজুড়ে ৪০টিরও বেশি জিপিসি ও জিপি এক্সপেরিয়েন্স সেন্টার থেকে গ্রামীণফোন টুরিস্ট সিম কেনা যাবে। কত মিনিট, ডেটা বা এসএমএস ব্যবহার করা হয়েছে তা দেখতে ব্যবহারকারীদের ডায়াল করতে হবে *১২১ #। প্রাথমিকভাবে সাধারণ এবং ই-সিম উভয় ক্ষেত্রেই শুধুমাত্র প্রিপেইড প্যাকেজে সেবা উপভোগ করা যাবে।