ঢাকা ২৪ সেপ্টেম্বর ২০২৪, ৯ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

হঠাৎ বিটকয়েনের ব্যাপক দরপতন

হঠাৎ বিটকয়েনের ব্যাপক দরপতন

হঠাৎ বিটকয়েনের ব্যাপক দরপতন ঘটেছে। গতকাল বৃহস্পতিবার শীর্ষ ক্রিপ্টোকারেন্সির দাম কমেছে ৩ দশমিক ৬৫ শতাংশ। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে। এতে বলা হয়, এদিন বৈঠক করেন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) কর্তারা। এবার সুদের হার অপরিবর্তিত রেখেছে তারা। এতে মার্কিন মুদ্রা ডলার ঘুরে দাঁড়িয়েছে। পরিপ্রেক্ষিতে বিটকয়েনের মূল্য হ্রাস পেয়েছে। এদিন ডিজিটাল মুদ্রাটির দর ব্যাপক কমেছে। প্রতি বিটকয়েনের দাম স্থির হয়েছে ২৪ হাজার ৯৮৭ ডলারে, গত সপ্তাহে যা ছিল ২৭ হাজার ২৭৩ ডলার। শুধু একদিনেই ক্রিপ্টোটির দাম নিম্নমুখী হয়েছে ৯৪৭ ডলার।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত