ঢাকা ২৪ সেপ্টেম্বর ২০২৪, ৯ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

যুক্তরাষ্ট্র-চীনের বিবাদের বলি ফক্সকন

যুক্তরাষ্ট্র-চীনের বিবাদের বলি ফক্সকন

যুক্তরাষ্ট্র ও চীনের সম্পর্কের অবনতির কারণে ব্যবসা-বাণিজ্য নতুন করে সাজাচ্ছে আইফোন নির্মাণকারী তাইওয়ানের কোম্পানি ফক্সকন। যুক্তরাষ্ট্রের চাপে চীন থেকে উৎপাদন সরাতে হচ্ছে ফক্সকনকে। এ বাস্তবতায় কোম্পানিটি ভাবছে, বৈদ্যুতিক গাড়ি হবে তাদের উৎপাদনের প্রবৃদ্ধির মূল চালিকা শক্তি। খবর বিবিসির। বিবিসির সঙ্গে এক বিশেষ সাক্ষাৎকারে ফক্সকনের চেয়ারম্যান ইয়াং লিউ কোম্পানির ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত কথা বলেছেন। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের-চীন সম্পর্ক তিক্ত হওয়ার কারণে তাদের সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে। খারাপ পরিস্থিতি কেমন হতে পারে, তার একটি রূপকল্পও ভেবে রেখেছেন লিউ। তিনি বলেন, চীন তাইওয়ানকে অবরোধ করতে পারে। ইয়াং লিউ বলেছেন, ব্যবসার ধারাবাহিকতা বজায় রাখার পরিকল্পনা ইতিমধ্যে করা হয়েছে। এছাড়া জাতীয় নিরাপত্তার সঙ্গে সম্পর্কিত কিছু পণ্যের উৎপাদন চীন থেকে মেক্সিকো ও ভিয়েতনামে সরিয়ে নেয়া শুরু হয়েছে। ইয়াং লিউ সম্ভবত ডেটা সেন্টারে ব্যবহৃত সার্ভারের কথা বলেছেন, যেখানে সংবেদনশীল তথ্য থাকতে পারে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত