ঢাকা ১৩ অক্টোবর ২০২৪, ২৯ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ডলারের আধিপত্য হুমকির মুখে

ডলারের আধিপত্য হুমকির মুখে

বিশ্ব অর্থনীতিতে মার্কিন ডলারের আধিপত্য ক্ষুণ্ণ হতে শুরু করেছে। যাকে বলা হচ্ছে ডিডলারাইজেশন। তবে মার্কিন বিনিয়োগ ব্যাংক জেপি মরগ্যান বলেছে, ইউয়ান বা অন্য কোনো প্রতিদ্বন্দ্বী মুদ্রা ডলারের স্থান দখল করে নেবে বা সে রকম ঝুঁকি আছে, তা নয়। সম্প্রতি এক নোটে জেপি মরগ্যানের কৌশলবিদরা বলেছেন, চীন অর্থনীতির আকারের দিক থেকে মার্কিন যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে গেলেও ডলারের আধিপত্য যে হুমকির মুখে পড়বে, এমন সম্ভাবনা কম। তারা ইতিহাসের আলোকে বলেছেন, এ ধরনের পরিবর্তন আসতে সময় লাগে। জেপি মরগ্যানের কৌশলবিদরা জানান, মার্কিন যুক্তরাষ্ট্র অর্থনীতির দিক থেকে গ্রেট ব্রিটেনকে ছাড়িয়ে গেছে ১৯ শতকের শেষ দিকে, কিন্তু বিশ্বের রিজার্ভ মুদ্রা হিসেবে ডলার পাউন্ডকে ছাড়িয়ে গেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে। সে জন্য জেপি মরগ্যানের কৌশলবিদরা মনে করছেন, ঐতিহাসিক অভিজ্ঞতা থেকে বলা যায়, চীন ২০২০-এর দশকে মার্কিন যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে গেলেও ডলারের আধিপত্য ২১ শতকের দ্বিতীয়ার্ধ পর্যন্ত থাকবে। তার চেয়ে বড় কথা, চীন পুঁজির ওপর নিয়ন্ত্রণ ছাড়লেই শুধু ইউয়ানের দর বৃদ্ধি হবে, যার সম্ভাবনা এখন নেই বললেই চলে। এই বাস্তবতায় জেপি মরগ্যানের কৌশলবিদেরা মনে করছেন, বিদ্যমান পরিস্থিতিতে ডলারের আধিপত্য কিছুটা ক্ষুণ্ণ হতে পারে। ডলারের আধিপত্য ক্ষুণ্ণ হওয়ার গতি বাড়তে পারে কেবল দুটি কারণে- এক. গ্রিন ব্যাক বা ডলারের ওপর আস্থা কমলে ও দুই. মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে এমন কিছু যদি ঘটে, যার কারণে অন্যান্য মুদ্রার ওপর মানুষের আস্থা বাড়তে পারে। তবে ২০২২ সালে সামগ্রিকভাবে ডলারে আধিপত্য কিছুটা ক্ষুণ্ণ হয়েছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) তথ্য উদ্ধৃত করে জেপি মরগ্যান দেখিয়েছে, বৈশ্বিক রিজার্ভ মুদ্রা হিসেবে ডলারের ব্যবহার গত বছর কমেছে। ২০০১ সালে যা ছিল বৈশ্বিক মোট রিজার্ভের ৭৩ শতাংশ, ২০২২ সালে তা ৫৮ শতাংশে নেমে এসেছে। তবে এই সময়ে ইউয়ানের হিস্যা বেড়েছে মাত্র ২ দশমিক ৫ শতাংশ। আবার জেপি মরগ্যান এই পরিসংখ্যানকে ডিডলারাইজেশন বা ডলারের আধিপত্য হ্রাসের নমুনা হিসেবে বিবেচনা করে না। কারণ হিসেবে তারা বলেছে, মুদ্রার বিনিময় হারের ওঠানামা ও রিজার্ভের গঠনে পরিবর্তন আসার কারণে ডলারের হিস্যা কমেছে। এদিকে বিশ্বব্যাপী কেন্দ্রীয় ব্যাংকগুলো স্বর্ণ কেনার পরিমাণ বাড়িয়েছে। ২০২২ সালে বিশ্বের বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক প্রায় ১ হাজার ১৩৬ টন সোনা মজুত করেছে, যা আগের বছরের তুলনায় প্রায় ৪৫০ টন বেশি। রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে। ওই প্রতিবেদনে ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলকে উদ্ধৃত করে বলা হয়েছে, কেন্দ্রীয় ব্যাংকগুলোর স্বর্ণ মজুতের এই পরিমাণ গত ৫৫ বছরের মধ্যে সর্বোচ্চ। জেপি মরগ্যান মনে করে, দীর্ঘ মেয়াদে কেবল চীন মার্কিন ডলার ও মার্কিন অর্থনীতির প্রভাব ক্ষুণ্ণ করতে চায়, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতি, প্রযুক্তি, জনসংখ্যার গঠন, ভৌগোলিক ও অন্যান্য প্রভাবের কারণে সেই সম্ভাবনা কম। এই বাস্তবতায় একধরনের ত্রিমুখী মুদ্রাব্যবস্থা গড়ে উঠতে পারে বলে মনে করেন ইউরিজোন এসএলজেডের অর্থনীতিবিদ স্টিফেন জেন। বিজনেস ইনসাইডারকে তিনি বলেন, ‘যদি ধারণা করতে হয় তাহলে বলব, ডলারের পাশাপাশি ইউরো ও ইউয়ান প্রায় সমান জায়গা পাবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত