মুদ্রানীতি ঘোষণার দিন লেনদেন কমল পুঁজিবাজারে

প্রকাশ : ১৯ জুন ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

ছয় মাসের মুদ্রানীতি ঘোষণার দিন সপ্তাহের প্রথম কর্মদিবসে রোববার (১৮ জুন) দেশের পুঁজিবাজারে ইতিবাচক প্রবণতায় লেনদেন হয়েছে। দিনভর সূচক ওঠানামা শেষে এ দিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ১ পয়েন্ট। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূচক কমেছে ৬ পয়েন্ট। সূচকের পাশাপাশি এ দিন দাম বৃদ্ধির তুলনায় দাম কমা কোম্পানির শেয়ারের সংখ্যা বেশি ছিল। এর ফলে আজ পুঁজিবাজারে সূচক বেড়েছে। তবে আগের টানা চার কর্মদিবস পুঁজিবাজারে দরপতন হয়েছিল।

এ দিন সূচক সামান্য বাড়লেও কমেছে লেনদেনের পরিমাণ। এ দিন লেনদেন হয়েছে মাত্র ৪১৮ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে ৪৬ কোটি টাকা কম। আজ রোববার বাংলাদেশ ব্যাংক জুলাই থেকে ডিসেম্বর ২০২৩ সালের জন্য মুদ্রানীতি ঘোষণা করেছে। ডিএসইর তথ্যমতে, বাজারটিতে ৩৪৮ প্রতিষ্ঠানের মোট ৮ কোটি ৪৮ লাখ ৩০ হাজার ৭৪৬ শেয়ার ও ইউনিট কেনাবেচা হয়েছে। এ দিন ডিএসইতে লেনদেন হয়েছে ৪১৮ কোটি ২০ লাখ ৪২ হাজার টাকা। আগের দিন লেনদেন হয়েছিল ৪৬৫ কোটি ৭ লাখ ২৬ হাজার টাকা। অর্থাৎ দিনের ব্যবধানে লেনদেন কমেছে ৪৬ কোটি টাকা। শুধু আগের দিনের চেয়ে লেনদেন কমেনি, বরং চলতি বছরের ১৭ এপ্রিলের পর সর্বনিম্ন লেনদেন হয়েছে আজ। ওই দিন ডিএসইতে লেনদেন হয়েছিল ৪১৪ কোটি ১৩ লাখ ২১ হাজার টাকা। এ দিন লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৭১টির, কমেছে ৮৮টির আর অপরিবর্তিত রয়েছে ১৮৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের দাম। দাম কমায় ও বিমা খাতের উত্থানের ফলে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১ দশমিক ৪ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২৮১ পয়েন্টে দাঁড়িয়েছে। তবে ডিএসইর অপর দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ সূচক ১ দশমিক ৬৫ পয়েন্ট কমে ১ হাজার ৩৬৩ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএস৩০ সূচক দশমিক ৭৫ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৮৩ পয়েন্টে দাঁড়িয়েছে। আজ ডিএসইতে লেনদেনের শীর্ষে ছিল বাংলাদেশ শিপিং কর্পোরেশনের শেয়ার। এরপর সবচেয়ে বেশি লেনদেন হয়েছে মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার। পরের তালিকায় রয়েছে নাভানা ফার্মাসিউটিক্যালসের শেয়ার। এছাড়া শীর্ষ ১০-এ ছিল যথাক্রমে- খান ব্রাদার্স পিপি ওভেন বেগ ইন্ডাস্ট্রিজ, সি পার্ল বিচ রিসোর্টস অ্যান্ড স্পা, পেপার প্রসেসিং, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন, সোনালী লাইফ, জেনেক্স ইনফোসেস, রূপালী লাইফ, খুলনা পাওয়ার অ্যান্ড প্যাকেজিং লিমিটেড এবং জেমিসি ফুড লিমিটেডের শেয়ার। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক ৬ পয়েন্ট কমে ১৮ হাজার ৫৫৪ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন সিএসইতে ১৮৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।