ঢাকা ১৩ অক্টোবর ২০২৪, ২৯ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

আন্তর্জাতিক টেক্সটাইল সোর্সিং প্রদর্শনী বৃহস্পতিবার শুরু

আন্তর্জাতিক টেক্সটাইল সোর্সিং প্রদর্শনী বৃহস্পতিবার শুরু

আগামী বৃহস্পতিবার ঢাকায় শুরু হতে যাচ্ছে আন্তর্জাতিক টেক্সটাইল সোর্সিং প্রদর্শনী ইনটেক্স বাংলাদেশের ১১তম আসর। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় তিন দিনব্যাপী এ প্রদর্শনী শেষ হবে আগামী শনিবার। সম্প্রতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইনটেক্স বাংলাদেশ প্রদর্শনীর মাধ্যমে বিভিন্ন দেশের পোশাক খাত-সংশ্লিষ্টদের একত্রিত করে আসছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক বাংলাদেশ। এর আগে ১০ আয়োজনে ৩৫টির বেশি দেশের ৪০ হাজারের অধিক তৈরি পোশাকের আন্তর্জাতিক ক্রেতা এবং দেড় হাজারের অধিক বস্ত্র সরবরাহকারী অংশ নিয়েছিলেন। ইনটেক্স বাংলাদেশের আয়োজক ওয়ার্লডেক্স ইন্ডিয়া। প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক আরতি ভগত বলেন, পোশাক শিল্পের আন্তর্জাতিক সোর্সিংয়ের বৃহৎ এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পের অংশীদারদের একটি প্ল্যাটফর্মে একত্রিত করতে ইনটেক্স বাংলাদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এবার প্রধান অতিথি হিসেবে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী এবারের প্রদর্শনী উদ্বোধন করার কথা রয়েছে। এছাড়া ঢাকায় ভারতীয় হাইকমিশনের হাইকমিশনার প্রণয় ভার্মা সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। প্রদর্শনীতে কৌশলগত অংশীদার পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ, নিটওয়্যার পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকদের সংগঠন বিকেএমইএ এবং বায়িং হাউসের সংগঠন বিজিবিএ অংশ নেবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত