ডলারের মান কমে বেড়েছে রুপির দাম
প্রকাশ : ১৯ জুন ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
যুক্তরাষ্ট্রের আরো কমেছে ডলারের মান। গত তিন মাসের মধ্যে যা সর্বনিম্ন। সম্প্রতি অর্থনৈতিক তথ্য প্রকাশ করেছে দেশটি। এতে ধারণা করা হচ্ছে, প্রত্যাশার চেয়ে কম সুদের হার বাড়াতে পারে ফেডারেল রিজার্ভ (ফেড)। ফলে মার্কিন মুদ্রার এ নিম্নমুখিতা তৈরি হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে বিজনেস রেকর্ডারের এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে। এতে বলা হয়, ডলারের অবমূল্যায়ন ঘটায় শক্তি ফিরে পেয়েছে ভারতের মুদ্রা। দ্রুতগতিতে দেশটির রুপির দাম বৃদ্ধি পাচ্ছে। গত শুক্রবার কার্যদিবস শেষে প্রতি ডলারের মূল্য স্থির হয়েছে ৮১ দশমিক ৯৩ রুপিতে। দৈনিক ভিত্তিতে বিগত ৩ মাসের মধ্যে যা সর্বোচ্চ। আগের কার্যদিবসে ডলারপ্রতি দর ছিল ৮২ দশমিক ০৩ ভারতীয় রুপি। গত ৫ সপ্তাহের মধ্যে তা ছিল সর্বাধিক। পরের দিন প্রতিবেশী দেশটির মুদ্রার মূল্যমান আরো ঊর্ধ্বগামী হয়েছে। ইতোমধ্যে সুদের হার বাড়ানোর ইঙ্গিত দিয়েছে ইউরোপিয়ান কেন্দ্রীয় ব্যাংক (ইসিবি)। তাতে ওই অঞ্চলের প্রধান মুদ্রা ইউরোর মূল্য বেড়ে যায়। ফলে ৫ সপ্তাহের মধ্যে সর্বনিম্নে নেমে যায় ডলার সূচক। আর দৈনিক ভিত্তিতে গত ১৩ মার্চের পর তা সবচেয়ে কম। এ প্রেক্ষাপটে সামান্য ঊর্ধ্বগামী হয়েছে চীনা মুদ্রা। ১ ডলারের দাম দাঁড়িয়েছে ৭ দশমিক ১৩ ইউয়ানে।