কর্পোরেট খবর

‘আগামী’ স্টুডেন্ট ব্যাংকিং সেন্টার চালু করল ব্র্যাক ব্যাংক

প্রকাশ : ১৯ জুন ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  সংবাদ বিজ্ঞপ্তি

ব্র্যাক ব্যাংক ঢাকার প্রগতি সরণিতে স্টুডেন্ট ব্যাংকিং সেবা প্রদানের জন্য আরো একটি সেন্টার চালু করেছে। এ ‘আগামী’ স্টুডেন্ট ব্যাংকিং সেন্টারে শিক্ষার্থী ও অভিভাবকরা চার্জ-ফ্রি সেভিংস অ্যাকাউন্ট খোলা, উচ্চশিক্ষার জন্য ঋণ, বিদেশে টিউশন ফি পাঠানোর জন্য স্টুডেন্ট ফাইল, বিদেশে পড়াশোনার উদ্দেশ্যে ক্রেডিট কার্ড, ফিউচার স্টার অ্যাকাউন্ট খোলাসহ ওয়ান-স্টপ সার্ভিস পাবেন। গত ১৪ জুন ২০২৩ ঢাকার গুলশানের প্রগতি সরণিতে অবস্থিত আইকন সেন্টারে ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিএফও এম. মাসুদ রানা এফসিএ আনুষ্ঠানিকভাবে সেন্টারটি উদ্বোধন করেন। ব্র্যাক ব্যাংকের হেড অব রিটেইল ব্যাংকিং মো. মাহীয়ুল ইসলাম, হেড অব ব্রাঞ্চেস শেখ মোহাম্মদ আশফাক, হেড অব উইমেন ব্যাংকিং সেগমেন্ট ‘তারা’ অ্যান্ড আগামী-স্টুডেন্ট ব্যাংকিং সার্ভিস মেহরুবা রেজা এবং ব্র্যাক ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময়ে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।