ডলার শক্তিশালী হওয়ায় কমল স্বর্ণের দাম
প্রকাশ : ২০ জুন ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
অন্যান্য মুদ্রার বিপরীতে যুক্তরাষ্ট্রের ডলার শক্তিশালী হয়েছে। ফলে আন্তর্জাতিক বাজারে গুরুত্বপূর্ণ ধাতু স্বর্ণের দাম কমেছে। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে সিএনবিসির এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে। এতে বলা হয়, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদের হার বাড়িয়ে যেতে পারে ফেডারেল রিজার্ভ (ফেড)। সম্প্রতি ইউএস কেন্দ্রীয় ব্যাংকটির নীতিনির্ধারকরা এ আভাস দিয়েছেন। ফলে ডলারের তেজ বেড়েছে। এতে বুলিয়ন দুর্বল হয়েছে। এতে গতকাল সোমবার বৈশ্বিক বেঞ্চমার্ক স্বর্ণের স্পট মূল্য হ্রাস পেয়েছে শূন্য দশমিক ১ শতাংশ। প্রতি আউন্সের দর স্থির হয়েছে ১ হাজার ৯৫৫ ডলার ৭৯ সেন্টে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক স্বর্ণের সরবরাহ মূল্য নিম্নমুখী হয়েছে শূন্য দশমিক ২ শতাংশ। আউন্সপ্রতি দাম নিষ্পত্তি হয়েছে ১৯৬৭ ডলার ২০ সেন্টে। ইতোমধ্যে ডলার সূচক ঊর্ধ্বগামী হয়েছে। ফলে অন্যান্য মুদ্রা ধারণকারীদের কাছে আকর্ষণ হারিয়েছে স্বর্ণ। গত সপ্তাহে বৈঠকে সুদের হার অপরিবর্তিত রাখে ফেড। তবে এর কয়েক দিন পরই মার্কিন কেন্দ্রীয় ব্যাংকটির কর্মকর্তারা সুদহার বুদ্ধির ইঙ্গিত দিলেন। সিটি ইনডেক্সের জ্যেষ্ঠ বাজার বিশ্লেষক ম্যাট সিম্পসন বলেন, চলতি জুনের বেশিরভাগ সময় প্রতি আউন্স স্বর্ণের দর ১ হাজার ৯৩৫ থেকে ১ হাজার ৯৭০ ডলারের মধ্যে থেকেছে। সামনে এর চেয়ে দাম কমার খুব একটা সম্ভাবনা নেই। ব্যবসায়ীরাও এ পরিসীমার মধ্যে ব্যবসা করতে পছন্দ করেন। গত সপ্তাহজুড়ে স্বর্ণের দরপতন ঘটেছে। আগামী জুলাইয়ে সুদের হার বাড়াতে পারে ফেড। এ প্রত্যাশায় মূল্যবান ধাতুটির দাম নিম্নগামী হয়েছে। ২০২২ সাল থেকে টানা ১০ দফা সুদহার বাড়িয়েছে ফেড। তবে গত জুনে বিরতি দেয় তারা। আবার তা বাড়ানোর চিন্তাভাবনা চলছে। ফলে ডলার ঊর্ধ্বগামী হয়েছে। স্বর্ণের উজ্জ্বলতা কমেছে।