ঢাকা ১৩ অক্টোবর ২০২৪, ২৯ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

আসন্ন ঈদে ৮৫ লাখ পশুর চামড়া সংগ্রহের লক্ষ্য ট্যানারি মালিকদের

আসন্ন ঈদে ৮৫ লাখ পশুর চামড়া সংগ্রহের লক্ষ্য ট্যানারি মালিকদের

বিসিকের ভুলের মাশুল গুণতেই কারখানা স্থানান্তর করতে হয়েছে। এরপরও সম্ভব হয়নি চামড়া শিল্পের বাজার সম্প্রসারণ। গতকাল সোমবার রাজধানীর পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম কার্যালয়ে অনুষ্ঠিত সেমিনারে এই অভিযোগ করে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন (বিটিএ)। সংগঠনটির সভাপতি শাহীন আহমেদ জানান, সম্ভাবনা সত্ত্বেও বেশ পিছিয়ে রয়েছে দেশের চামড়া শিল্প। তিনি আরো জানান, আসন্ন কোরবানির ঈদে অভ্যন্তরীণ উৎস থেকে ৮৫ লাখ পশুর চামড়া সংগ্রহের লক্ষ্য রয়েছে ট্যানারি মালিকদের। তবে প্রক্রিয়াজাতের সুবিধার্থে অন্যান্য জেলা থেকে ঢাকায় চামড়া প্রবেশে কিছুটা বাড়তি সময় চান তারা। এ সময় চামড়া খাত সংশ্লিষ্টরা পণ্যের মানোন্নয়ন এবং রপ্তানি বাজার সম্প্রসারণে এই শিল্পে বিদেশি বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান। লেদার ওয়ার্কিং গ্রুপ সনদের জন্য ২৫টি ট্যানারিকে বাছাই করা হয়েছে বলেও জানান তারা। এছাড়া বিটিএ সভাপতি শাহীন আহমেদ চামড়া শিল্প নগরীকে বিসিক থেকে বেজা বা বেপজার কাছে হস্তন্তর করার আহ্বানও জানান।

এদিকে স্থানান্তরের সুফল মিলছে না বলে অভিযোগ করেন ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি আবুল কালাম আজাদ। এই সমস্যার দায় কে নেবে বলেও প্রশ্ন রাখেন তিনি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত