ঢাকা ২৯ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

নিষেধাজ্ঞা দিয়ে নিজেই রাশিয়ার তেল কিনছে যুক্তরাজ্য!

নিষেধাজ্ঞা দিয়ে নিজেই রাশিয়ার তেল কিনছে যুক্তরাজ্য!

নিষেধাজ্ঞা দেয়া সত্ত্বেও কৌশলে রাশিয়ার তেলই আমদানি করছে ব্রিটেন। এক্ষেত্রে তৃতীয় পক্ষ হিসেবে কাজ করছে ভারত। আইনের ফাঁক গলে ভারতীয় তেল শোধনকারী প্রতিষ্ঠান থেকে আমদানি করে যুক্তরাজ্যে জ্বালানি সরবরাহ করছে ব্রিটিশ পেট্রোলিয়াম ও শেলের মতো কোম্পানিগুলো। গত বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। পুতিনকে থামাতে ব্যর্থ হয়ে যুদ্ধ বন্ধে রাশিয়ার ওপর একের পর নিষেধাজ্ঞা আরোপ শুরু করে পশ্চিমা দেশগুলো। কিন্তু তারপরও থামানো যায়নি রাশিয়াকে। এদিকে রাশিয়া থেকে তেল আমদানি বন্ধে যুক্তরাজ্য সবসময় সোচ্চার ভূমিকা রেখে এসেছে। কিন্তু ভারতের মাধ্যমে সেই রাশিয়া থেকেই তেল আমদানি করছে যুক্তরাজ্য। ব্রিটিশ পত্রিকা ডেইলি টেলিগ্রাফের বরাতে এমন প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া। টাইমস অব ইন্ডিয়া আরো জানায়, যুক্তরাজ্যে তেল সরবরাহকারী প্রতিষ্ঠান ব্রিটিশ পেট্রোলিয়াম এবং শেল ভারতের বেসরকারি তেল শোধনাগার থেকে ব্যাপকহারে আমদানি বাড়িয়েছে। ইউক্রেনে রাশিয়ার হামলার পর ভারতীয় কোম্পানির কাছ থেকে ২৯টি চালানে ১ কোটি ব্যারেল তেল ও পেট্রোলিয়াম পণ্য আমদানি করেছে যুক্তরাজ্য। অথচ ২০২১ সালে এই পরিমাণ ছিল মাত্র ৪০ লাখ ব্যারেল। গত বছরের ৫ ডিসেম্বর তেল আমদানিতে রাশিয়ার ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা কার্যকর হয়। বিশেষজ্ঞদের মতে, আইনের ফাকফোঁকর ব্যবহার করে তৃতীয় পক্ষের কাছ থেকে রাশিয়ার থেকে তেল কিনছে যুক্তরাজ্য। রাশিয়ার অপরিশোধিত তেল ভারতে পরিশোধনের পর এটি ভারতের তেল হিসেবেই বিবেচিত হয়। সে কারণে এই আমদানি অবৈধ নয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত