ঢাকা ২৯ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

বাজারে এসেছে গভর্নর আবদুর রউফের স্বাক্ষর করা ১০০ ও ২০০ টাকার নোট

বাজারে এসেছে গভর্নর আবদুর রউফের স্বাক্ষর করা ১০০ ও ২০০ টাকার নোট

কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদারের স্বাক্ষর করা ১০০ ও ২০০ টাকা মূল্যমানের নোট গতকাল মঙ্গলবার থেকে বাজারে আসছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। সোমবার (১৯ জুন) বাংলাদেশ ব্যাংকের যোগাযোগ ও প্রকাশনা বিভাগ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদারের স্বাক্ষর করা ১০০ ও ২০০ টাকা মূল্যমানের ব্যাংক নোট মঙ্গলবার থেকে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে ইস্যু করা হবে। পরে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য অফিস থেকেও এ নোট ইস্যু করা হবে। নতুন মুদ্রিত ১০০ এবং ২০০ টাকা মূল্যমানের নোটের রং, আকৃতি, ডিজাইন ও সব নিরাপত্তা বৈশিষ্ট্য আগের মতোই অপরিবর্তিত থাকবে বলেও জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এ ছাড়া নতুন মুদ্রিত এ নোট দুটির পাশাপাশি বর্তমানে প্রচলনে থাকা ১০০ ও ২০০ টাকা মূল্যমানের অন্যান্য নোটও বৈধ নোট হিসেবে চালু থাকবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত