ঢাকা ২৪ সেপ্টেম্বর ২০২৪, ৯ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বেতন পেলেন ৮ হাজার ৪৫৫টি কারখানার শ্রমিক

বেতন পেলেন ৮ হাজার ৪৫৫টি কারখানার শ্রমিক

বাংলাদেশে এখন প্রায় ১০ হাজার শিল্প ও কল-কারখানা রয়েছে। এর মধ্যে মে মাসের বেতন পরিশোধ করা হয়েছে ৮ হাজার ৪৫৫টি শিল্প ও কল-কারখানায়। অর্থাৎ জুনের ১৯ দিন পার হলেও এখনো বেতন পাননি ১ হাজার ৪৬০টি কল-কারখানার শ্রমিকরা। পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমইএ, বেপজা, পাটকল এবং শিল্পাঞ্চল পুলিশ সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, গত সোমবার বিকাল ৪টা পর্যন্ত সময়ে ৯ হাজার ৯১৫টি কলকারখানার মধ্যে চলতি বছরের মে মাসের বেতন দেয়া হয়েছে ৮ হাজার ৪৫৫টি কলকারখানায়, যা শতাংশের হিসেবে ৮৫ দশমিক ২৭ শতাংশ। অর্থাৎ, ১ হাজার ৪৬০টি কারখানার শ্রমিকদের বেতন পরিশোধ করা হয়নি, যা শতাংশের হিসেবে ১৪ দশমিক ৭৩ শতাংশ। তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএর সদস্যভুক্ত ১ হাজার ৬২৪ কারখানার মধ্যে মে মাসের বেতন হয়েছে ১ হাজার ৪৪৩টি কারখানায়। অর্থাৎ ১৮১টি কারখানায় এখনো মে মাসের বেতন হয়নি। নিটওয়ার মালিকদের সংগঠন বিকেএমইএ’র সদস্যভুক্ত ৬৯৯টি কারখানার মধ্যে ৫৮০ কারখানার বেতন পরিশোধ করা হয়। ১১৯টি বেতন পরিশোধ করা হয়নি। বিটিএমইএ’র ৩৫৯টি কারখানার মধ্যে ৩০১ কারখানার বেতন পরিশোধ করা হয়েছে, বাকি আছে ৫৮টির। বেপজার ৩৯২টির মধ্যে ৩৮৫ কারখানার বেতন পরিশোধ করা হয়েছে, বাকি আছে ৭টির।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত