মোদি-মাস্ক বৈঠক ফলপ্রসূ

ভারতে কারখানা করবে টেসলা

প্রকাশ : ২২ জুন ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের বিদ্যুৎচালিত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইলন মাস্ক। সোশ্যাল মিডিয়া টুইটারের মালিকও তিনি। জার্মানভিত্তিক সংবাদমাধ্যম ডয়চে ভেলের এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে। পরে ইলন মাস্ক বলেন, মোদির সঙ্গে আমার ফলপ্রসূ বৈঠক হয়েছে। তাকে খুবই পছন্দ করি আমি। কয়েক বছর আগে আমাদের কারখানাতে এসেছিলেন তিনি। তাই তার সঙ্গে আগে থেকেই পরিচয় আছে আমার। ২০১৫ সালে ক্যালিফোর্নিয়ায় টেসলা মোটর কারখানায় গিয়েছিলেন মোদি। মাস্ক বলেন, ভারতের ভবিষ্যৎ সম্পর্কে আমি খুবই আশাবাদী। বিশ্বের অন্য বড় দেশগুলোর তুলনায় দেশটির সম্ভাবনা বেশি। ভারতে টেসলার কারখানা স্থাপন নিয়ে তিনি বলেন, আমি আত্মবিশ্বাসী, যত দ্রুত সম্ভব দেশটিতে ঢুকবে আমাদের কোম্পানি। মোদির ভূয়সী প্রশংসা করে টুইটারের কর্ণধার বলেন, মোদি ভারতের জন্য ভাবেন। দেশটিতে বিনিয়োগ করার জন্য আমাদের বারবার বলছেন তিনি। আমরা সেখানে ব্যবসা শুরু করব। এজন্য অবশ্য সঠিক সময়টা বেছে নিতে হবে। মাস্ক বলেন, কোম্পানিকে সাহায্য করতে চান মোদি। ভারতের জন্য ঠিক কাজটা করতে চান তিনি। দেশটি যাতে সুবিধাজনক অবস্থায় থাকে। ওয়াল স্ট্রিট জার্নালের সঙ্গে সাক্ষাৎকারে মাস্ক বলেন, অবশ্যই ভারতে বিনিয়োগে আগ্রহী আমি। দেশটির কোথায় কারখানা করা যায়, চলতি বছরের শেষদিকেই তা নির্ধারণ করে ফেলতে চাই আমি।