ঢাকা ২৪ সেপ্টেম্বর ২০২৪, ৯ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

আলিবাবায় বড় পরিবর্তন

আলিবাবায় বড় পরিবর্তন

চীনের ই-কমার্স সাইট আলিবাবার চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে নতুন মুখ এসেছে। এত দিন আলিবাবার চেয়ারম্যান ও সিইও ছিলেন একই ব্যক্তি- ড্যানিয়েল ঝ্যাং। তবে গতকাল মঙ্গলবার নতুন ঘোষণায় চেয়ারম্যান ও সিইও পদে আলাদা দুজনের নাম ঘোষণা করা হয়েছে। মার্কিন গণমাধ্যম সিএনএন জানিয়েছে, বিশাল এই চীনা কোম্পানির ইতিহাসে এটিই সবচেয়ে বড় পরিবর্তনের ঘটনা। আলিবাবার সহপ্রতিষ্ঠাতা ও নির্বাহী ভাইস চেয়ারম্যান জোসেফ সাই হবেন প্রতিষ্ঠানের নতুন চেয়ারম্যান। আর আলিবাবার আরেক ই-কমার্স ইউনিট তাওবাও ও তিমাল গ্রুপের চেয়ারম্যান এডি উ আলিবাবার প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে ড্যানিয়েল ঝ্যাংয়ের স্থলাভিষিক্ত হবেন। আলিবাবা জানিয়েছে, উভয় নিয়োগই আগামী সেপ্টেম্বরে কার্যকর হবে। বর্তমান চেয়ারম্যান ও সিইও ঝ্যাং আলিবাবার ক্লাউড ইউনিটের চেয়ারম্যান ও সিইও হিসেবে কাজ চালিয়ে যাবেন। ২০১৯ সালে আলিবাবার সহপ্রতিষ্ঠাতা জ্যাক মা প্রতিষ্ঠানের চেয়ারম্যানের দায়িত্ব থেকে সরে যান। সে সময় (২০১৫ সাল থেকে) আলিবাবার সিইও ছিলেন ড্যানিয়েল ঝ্যাং। এর পর থেকে ঝ্যাং চেয়ারম্যান ও সিইও উভয় দায়িত্ব সামলে আসছিলেন। প্রায় চার বছরের মাথায় আলিবাবার শীর্ষ পদে আবার পরিবর্তন হতে চলেছে। সম্প্রতি এক ঘোষণায় আলিবাবা জানিয়েছিল, তারা ২৪ বছরের মধ্যে কোম্পানির সবচেয়ে বড় পুনর্গঠন করতে যাচ্ছে। এই ঘোষণার কয়েক মাসের মধ্যেই শীর্ষ পদে পরিবর্তনের ঘোষণা এলো। গত মার্চে আলিবাবা বলেছিল, তাদের মূল কোম্পানিটি ক্লাউড, ই-কমার্স, লজিস্টিকস বা সরবরাহ, মিডিয়া, বিনোদনসহ ছয়টি পৃথক ইউনিটে বিভক্ত হচ্ছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত