ঢাকা ২৪ সেপ্টেম্বর ২০২৪, ৯ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি ও ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের মধ্যে কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর

মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি ও ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের মধ্যে কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর

২১ জুন ২০২৩ মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি ও ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের মধ্যে বাংলাদেশ সরকারের ন্যায় বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক ২০১৪-২০১৫ অর্থবছর হতে সরকারি কর্মকাণ্ডে দক্ষতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, গতিশীলতা আনয়ন, সেবার মানোন্নয়ন ও প্রতিষ্ঠানের কার্যকারিতা বৃদ্ধির লক্ষ্যে ফলভিত্তিক কর্মসম্পাদন ব্যবস্থাপনা চালু করা হয়। এরই ধারাবাহিকতায় সনদপ্রাপ্ত শীর্ষ ১০টি ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের (ব্র্যাক, আশা, ব্যুরো বাংলাদেশ, টিএমএসএস, সোসাইটি ফর সোস্যাল সার্ভিস (এসএসএস), জাগরণী চক্র ফাউন্ডেশন, পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র, ইউনাইটেড ডেভেলপমেন্ট ইনেসিয়েটিভ ফর প্রোগ্রামড একশনস (উদ্দীপন), সাজেদা ফাউন্ডেশন ও পল্লী মঙ্গল কর্মসূচি পিএমকে) সাথে অথরিটি বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষরিত হয়। অথরিটির পক্ষে এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান জনাব মো. ফসিউল্লাহ্ ও ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের পক্ষে নিজ নিজ প্রধান নির্বাহীরা উক্ত চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অথরিটির ও ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত