ঢাকা ২৯ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

মোটরসাইকেল কিনতে মিলবে ব্যাংকঋণ

মোটরসাইকেল কিনতে মিলবে ব্যাংকঋণ

এখন মোটরসাইকেল কিনতে ঋণ দিচ্ছে ব্যাংকগুলোও। বেসরকারি খাতের কয়েকটি ব্যাংক সরাসরি মোটরসাইকেল কেনার ঋণ দেয়। অন্য ব্যাংকগুলো থেকেও ঋণ নিয়ে মোটরসাইকেল কেনা যায়। বাংলাদেশ ব্যাংক গত রোববার যে মুদ্রানীতি ঘোষণা করেছে, এর নতুন নিয়মে এসব ঋণের সুদহার হতে পারে সর্বোচ্চ ১১ দশমিক ১৩ শতাংশ। ব্যাংকগুলো অবশ্য সবাইকে ঋণ দেয় না। যাদের আয় আছে অথবা আয় আছে এমন কারো ওপর নির্ভরশীল, শুধু তারাই ঋণ পান। চাকরিজীবী, পেশাজীবী, ব্যবসায়ী ও বাড়ি বা ফ্ল্যাটের মালিকরা এ ঋণের জন্য আবেদন করতে পারেন। কোনো কোনো ব্যাংক শিক্ষার্থীদেরও মোটরসাইকেল কেনার ঋণ দেয়। চাকরিজীবীদের ক্ষেত্রে যাদের মাসিক আয় ২০ হাজার টাকা, তারাই এ ঋণ পাওয়ার যোগ্য। আর ব্যবসায়ী ও বাড়ির মালিকদের ক্ষেত্রে যাদের মাসিক আয় ৩০ হাজার টাকা, তারা এ ঋণ পাবেন। জানা গেছে, বর্তমানে বেসরকারি খাতের দি সিটি, প্রাইম ও ব্র্যাক ব্যাংক মোটরসাইকেল ঋণ দিচ্ছে। ইস্টার্ন ও উত্তরা ব্যাংকও মোটরসাইকেল কেনার ঋণ দিতে নতুন সেবা চালু করেছে। মোটরসাইকেল কেনার ঋণ পরিশোধ করা যায় ৩ বছরের কিস্তিতে। গ্রাহক চাইলে কম মেয়াদের ঋণও নিতে পারেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত