প্রাইম ব্যাংক ও ফুটস্টেপ বাংলাদেশের মধ্যে চুক্তি স্বাক্ষর
প্রকাশ : ২২ জুন ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটির (সিএসআর) অংশ হিসেবে প্রাইম ব্যাংক সম্প্রতি ঢাকা, সুনামগঞ্জ ও কুষ্টিয়ায় সরকারি স্কুল ও হাসপাতালে পানি পরিশোধন ব্যবস্থা স্থাপনের জন্য ব্যাংকের প্রধান কার্যালয়ে ফুটস্টেপ বাংলাদেশের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে। প্রাইম ব্যাংকের এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ফায়সাল রহমান এবং ফুটস্টেপ বাংলাদেশের প্রেসিডেন্ট শাহ মীম রাফায়েত চৌধুরী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রাইম ব্যাংকের হেড অব সিআরএম তোফায়েল আহমেদসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রাইম ব্যাংকের এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ফায়সাল রহমান বলেন, “প্রাইম ব্যাংক সেবার উৎকর্ষতা ও গ্রাহকদের ব্যাংকিং প্রয়োজনের প্রতি সযত্ন দৃষ্টি রাখার মাধ্যমে গ্রাহকদের আস্থা অর্জনে সক্ষম হয়েছে। আমাদের এই উদ্যোগটি দেশের মানুষকে সাহায্য করার জন্য, যা ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে”।