ঢাকা ২৪ সেপ্টেম্বর ২০২৪, ৯ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

শেয়ারবাজারে লেনদেন ৭৮৫ কোটি টাকা ছাড়িয়েছে

শেয়ারবাজারে লেনদেন ৭৮৫ কোটি টাকা ছাড়িয়েছে

বাংলাদেশের শেয়ারবাজারে সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার (২২ জুন) সূচকের উত্থানের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন ৭৮৫ কোটি টাকা ছাড়িয়েছে। অপরিবর্তিত ছিল অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিটের দাম। বাজার পর্যালোচনায় দেখা গেছে, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৮ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৩১৯ পয়েন্টে অবস্থান করছে। ডিএসই শরিয়া সূচক ২ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৭২ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৮৭ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে মোট ৩৬৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১০৩টি কোম্পানির, কমেছে ৭৪টির এবং অপরিবর্তিত আছে ১৯০টির। ডিএসইতে মোট ৭৮৫ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১টা ৬ মিনিটে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স ১৫ পয়েন্ট বা শূন্য দশমিক ২৪ শতাংশ বেড়ে হয় ৬ হাজার ৩২৬। ঊর্ধ্বমুখী সূচক নিয়ে দিন শুরু করেছে রাজধানী ঢাকা ও বন্দরনগরী চট্টগ্রামে পুঁজিবাজার। গতকাল বৃহস্পতিবার দুপুর ১টা ৬ মিনিটে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স ১৫ পয়েন্ট বা শূন্য দশমিক ২৪ শতাংশ বেড়ে হয় ৬ হাজার ৩২৬। একই সময়ে লেনদেন দাঁড়ায় ৫১২ কোটি টাকা। শেয়ারের দাম বেড়েছে ১৩৬ প্রতিষ্ঠানের, কমেছে ৪৪টির এবং অপরিবর্তিত আছে ১৬৬টির। এদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে লেনদেন ৩৬ পয়েন্ট বা শূন্য দশমিক ১৯ শতাংশ বেড়ে দাঁড়ায় ১৮ হাজার ৬৬৪। সেখানে শেয়ারের দাম বেড়েছে ৬৪ প্রতিষ্ঠানের, কমেছে ৩০টির ও অপরিবর্তিত আছে ৬২টির। দুপুর ১টা ৯ মিনিটে লেনদেন দাঁড়ায় ৩০১ কোটি টাকায়। আগের দিন লেনদেন হয়েছিল ৬৩০ কোটি ১৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২৯ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ৬৫৭ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া, সিএসসিএক্স ১৭ পয়েন্ট বেড়ে ১১ হাজার ১৫৪ পয়েন্টে এবং সিএসই৩০ সূচক ৬ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৩৯০ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে ২২৪টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৭০টির, কমেছে ৪৬টির এবং অপরিবর্তিত আছে ১০৮টির। দিন শেষে সিএসইতে ৩২০ কোটি ৫৪ লাখ ৯৬ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন সিএসইতে লেনদেন হয়েছিল ৫৩০ কোটি ৬৫ লাখ ৮৬ হাজার টাকার শেয়ার ও ইউনিট। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল সূচকের উত্থান দেখা গেছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত