বাংলাদেশের শীর্ষ বেভারেজ ব্র্যান্ড ইস্পাহানি

প্রকাশ : ২৩ জুন ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  প্রেস বিজ্ঞপ্তি

ধারাবাহিক ভোক্তা প্যানেলের মাধ্যমে ভোক্তার অভিজ্ঞতালব্ধ জ্ঞান ও দৃষ্টিভঙ্গির ভিত্তিতে স্পেনভিত্তিক প্রতিষ্ঠান কান্তার ওয়ার্ল্ড প্যানেল পরিচালিত এক গবেষণার ফলাফল অনুযায়ী বাংলাদেশের শীর্ষ বেভারেজ ব্র্যান্ড এখন ইস্পাহানি। কান্তার ওয়ার্ল্ড প্যানেল এবারের ব্র্যান্ড ফুটপ্রিন্ট ২০২৩ জুনে প্রকাশ করেছে। বিশ্বের শীর্ষস্থানীয় ইনসাইট, ইনফরমেশন ও কনসালট্যান্সি নেটওয়ার্ক ‘কান্তার’-এর একটি অঙ্গপ্রতিষ্ঠান ‘কান্তার ওয়ার্ল্ড প্যানেল’। ‘ব্র্যান্ড ফুটপ্রিন্ট’ শিরোনামে কান্তার বিশ্বের সর্বাধিকবার মনোনীত এফএমসিজি (ফাস্ট মুভিং কনজ্যুমার গুড্স) ব্র্যান্ডের একটি র‍্যাংকিং (তালিকা) প্রকাশ করে। এই ব্র্যান্ড ফুটপ্রিন্ট র‍্যাংকিং সারাবিশ্বের ভোক্তাদের এফএমসিজি ব্র্যান্ডের পণ্য ক্রয়ের ধরন সম্পর্কে ধারণা দেয়। পাশাপাশি এর মাধ্যমে ব্র্যান্ডগুলো কীভাবে নিজেদের অবস্থা আরো উন্নত করতে পারে এবং সম্ভাবনাময় ক্ষেত্রগুলো কী কী তা সুস্পষ্টভাবে চিহ্নিত করে। এই ব্র্যান্ড ফুটপ্রিন্ট র‍্যাংকিংয়ের নেপথ্যের গবেষণাটি বিশ্বের মোট জনসংখ্যার ৭৪ শতাংশ, ৩৯টি দেশ, ১০ কোটি পরিবার এবং বিশ্বব্যাপী জিডিপি-র ৭৬ শতাংশ-এর উপর পরিচালিত হয়েছে।