ঢাকা ২৪ সেপ্টেম্বর ২০২৪, ৯ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ম্যাংগো স্পেশাল ট্রেনে কোরবানির পশু

ম্যাংগো স্পেশাল ট্রেনে কোরবানির পশু

আগামী ২৯ জুন উদযাপিত হতে যাচ্ছে পবিত্র ঈদুল আজহা। এই ঈদ ঘিরে চাঁপাইনবাবগঞ্জ থেকে কম খরচে কোরবানির পশু ঢাকা নেয়ার ব্যবস্থা করেছে রেলওয়ে। তবে এবার আলাদাভাবে ‘ক্যাটল স্পেশাল ট্রেন’ চালু না করে ম্যাংগো স্পেশাল ট্রেনের সঙ্গে ওয়াগনে পরিবহন করা হবে কোরবানির পশু। গতকাল শনিবার চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশনের মাস্টার মো. ওবাইদুল্লাহ এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে তৃতীয়বারের মতো শনিবার খামারি-ব্যবসায়ীদের চাহিদার ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জের রহনপুর রেলস্টেশন থেকে ঢাকা রুটে ম্যাংগো স্পেশাল ট্রেনের সঙ্গে আলাদাভাবে তিনটি ওয়াগনে কোরবানির পশু ঢাকায় পাঠানো হয়। ট্রেনটি বিকাল ৪টায় রহনপুর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে চাঁপাইনবাবগঞ্জ হয়ে ছেড়ে যায় ঢাকার উদ্দেশে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত