ঢাকা ২৪ সেপ্টেম্বর ২০২৪, ৯ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

আমদানির ঘোষণাতেই কমল মরিচের দাম

আমদানির ঘোষণাতেই কমল মরিচের দাম

প্রায় ১০ মাস বন্ধ থাকার পর ভারত থেকে কাঁচামরিচ আমদানি শুরু হয়েছে। গতকাল সোমবার সকালে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পণ্যটি বোঝাই একটি ট্রাক বাংলাদেশে প্রবেশে করে। হিলি উদ্ভিদ সংগনিরোধের উপসহকারী ইউসুফ আলী বিষয়টি নিশ্চিত করেছেন। দেশের বাজারে কাঁচামরিচের দাম অস্বাভাবিক হারে বেড়ে গেছে। ফলে রোববার (২৫ জুন) পণ্যটি আমদানির অনুমতি দেয় সরকার। যার প্রভাবে দেশে দর কমতে শুরু করেছে। বর্তমানে খুচরা বাজারে কেজিপ্রতি ২০ টাকা কমে ১৮০ টাকায় বিক্রি হচ্ছে। উপ-সহকারী ইউসুফ আলী বলেন, এখন পর্যন্ত হিলি স্থলবন্দরে পাঁচ আমদানিকারক প্রতিষ্ঠান ১ হাজার ৯০০ মেট্রিক টন কাঁচামরিচ এবং ১ আমদানিকারক প্রতিষ্ঠান ৫০০ মেট্রিক টন টমেটো আমদানির জন্য এলসি করেছেন। তিনি বলেন, এদিন সকাল সাড়ে ১০টায় কাঁচামরিচ বোঝাই একটি ট্রাক ভারত থেকে দেশে প্রবেশে করেছে। সততা বাণিজ্যালয় নামের আমদানিকারক প্রতিষ্ঠান মরিচগুলো আমদানি করেছে। প্রসঙ্গত, ২০২২ সালের ২৪ আগস্ট ভারত থেকে কাঁচামরিচ আমদানি বন্ধ হয়ে যায়। সেই হিসাবে প্রায় ১০ মাস পর তা আবার শুরু হলো। স্থানীয় বাজারে সরবরাহ বাড়াতে ও দাম কমাতে ব্যবসায়ীদের কাঁচা মরিচ ও টমেটো আমদানির অনুমতি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তারা। স্থানীয় বাজারে সরবরাহ বাড়াতে ও দাম কমাতে ব্যবসায়ীদের কাঁচা মরিচ ও টমেটো আমদানির অনুমতি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তারা। গত রোববার রাতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্ভিদ সঙ্গনিরোধ শাখার পরিচালক রেজাউল করিম বলেন, ‘সরবরাহ কম থাকায় ঢাকার বাজারে কাঁচা মরিচের দাম কেজিতে ৩০০ টাকা পর্যন্ত বেড়েছে। এটি একটি অপরিহার্য পণ্য। তাই দাম নিয়ন্ত্রণে আমরা কাঁচা মরিচ আমদানির অনুমতি দিয়েছি।’ তিনি জানান, কৃষি মন্ত্রণালয় ১১ হাজার ৬০০ টন কাঁচা মরিচ আমদানির জন্য ৩০টি অনুমোদন দিয়েছে। এছাড়া ৫৫ হাজার ৬০০ মেট্রিক টন টমেটো আমদানির অনুমতি দেওয়া হয়েছে। রেজাউল করিম বলেন, ‘তার কার্যালয় সীমিত সময়ের জন্য তাজা সবজি আমদানিরও অনুমতি দিয়েছে।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত