পুঁজিবাজার

সূচক ঊর্ধ্বমুখী রেখে ঈদের আগে শেষ লেনদেন

প্রকাশ : ২৭ জুন ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

বিমা খাতের শেয়ারের চমকে ঈদের আগের শেষ কর্মদিবস গতকাল সোমবার চাঙাভাবের মধ্যদিয়ে দেশের পুঁজিবাজারে লেনদেন হয়েছে। এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ১৮ পয়েন্ট। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে ২৭ পয়েন্ট। সূচকের পাশাপাশি বেড়েছে লেনদেনের পরিমাণ। ফলে টানা চার কর্মদিবস পুঁজিবাজারে উত্থান হলো। এদিন বিমা খাতের ৫৭টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৪৩টির, কমেছে তিনটি কোম্পানির শেয়ারের দাম। এছাড়া অপরিবর্তিত রয়েছে ১১টি কোম্পানির শেয়ারের দাম। বিমা খাতের পাশাপাশি ওষুধ ও খাদ্য খাতের বেশ কিছু কোম্পানির শেয়ারের দাম বাড়ায় বাজারে উত্থান হয়েছে। ডিএসইর তথ্য মতে, সোমবার দিনভর সূচক বৃদ্ধির মধ্যদিয়ে আজ বাজারে ৩৭৪টি প্রতিষ্ঠানের মোট ১৮ কোটি ২২ লাখ ২৩ হাজার ১৩৫ টাকার শেয়ার ও ইউনিট কেনাবেচা হয়েছে। এতে লেনদেন হয়েছে ৭৭০ কোটি ৪৩ লাখ ৭৪ হাজার টাকা। আগের দিন লেনদেন হয়েছিল ৬৩৯ কোটি ১৬ লাখ ৯৮ হাজার টাকা। অর্থাৎ, আগের দিনের চেয়ে লেনদেন কমেছে। এদিন লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৮৭টির, কমেছে ৮৮টির, আর অপরিবর্তিত রয়েছে ১৮০টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের দাম। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১৮ দশমিক ৩৭ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৩৪৪ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অপর দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ সূচক ২ দশমিক ৩৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৭৭ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএস-৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৯২ পয়েন্টে দাঁড়িয়েছে। গতকাল সোমবার ডিএসইতে লেনদেনের শীর্ষে ছিল খান ব্রাদার্স পিপি ওভেন ইন্ডাস্ট্রিজের শেয়ার। এরপর সবচেয়ে বেশি লেনদেনে দ্বিতীয় অবস্থানে রয়েছে টিউলিপ সি পার্লের শেয়ার।