যেসব কারণে কনকা ফ্রিজ অন্যদের চেয়ে আলাদা

প্রকাশ : ২৭ জুন ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  সংবাদ বিজ্ঞপ্তি

এদেশের মানুষের সাধ্যের মধ্যে সাশ্রয়ী মূল্যে ভালোমানের পণ্য উপহার দিতে ‘কনকা’ প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। চলছে গবেষণা, যোগ হচ্ছে নতুন নতুন টেকনোলজি। সব ইলেকট্রনিক পণ্যেরই আলাদা আলাদা বৈশিষ্ট্য থাকে। তেমনই কনকা ফ্রিজেরও অনেকগুলো বিশেষ বৈশিষ্ট্য রয়েছে। যে বৈশিষ্ট্যগুলো কনকা ফ্রিজ-কে অন্যদের চেয়ে একটু হলেও আলাদা করেছে। চলুন জেনে নিই সেই বৈশিষ্ট্যগুলো সম্পর্কে- অ্যাকটিভেটেড কার্বন ডিউডোরাইজার: আমরা ফ্রিজের মধ্যে অনেক ধরনের খাবার একসাথে স্টোর করি। যেমন: সবজি, ফ্রুটস, এমনকি বাচ্চাদের খাবার। প্রত্যেকটি খাবারের স্বাদ ও ঘ্রাণ আলাদা ধর্মী। যার ফলে ফ্রিজে খাবার রাখার কিছুদিন পর এক খাবারের গন্ধ আরেক খাবারে মিশে খাবারের আসল স্বাদ ও গন্ধ ঠিক থাকে না। নিবেদিত বিক্রয়োত্তর সেবা: ফ্রিজ বিক্রয়ের পর গ্রাহকের ফিজে কোনো সমস্যা দেখা দিলে তা দ্রুত সমাধানের জন্য সারা বাংলাদেশে রয়েছে নিজস্ব সার্ভিস সেন্টার। পাশাপাশি আরো রয়েছে সেন্ট্রাল কল সেন্টার। যার নম্বর ১৬৬৪৯ ডায়াল করে গ্রাহকের অভিযোগ গ্রহণ করা হয়। ৪৮ ঘণ্টার মধ্যে সমস্যাটি সমাধানের চেষ্টায় কোম্পানি বদ্ধপরিকর।