ঈদের আগে ছুটির দিনেও লম্বা লাইন ব্যাংকে

প্রকাশ : ২৮ জুন ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

পবিত্র ঈদুল আজহার ছুটি গতকাল মঙ্গলবার (২৭ জুন) থেকে শুরু হয়েছে। তবে এর মধ্যে ব্যাংকের কিছু শাখা খোলা রয়েছে। ব্যাংকের সেই শাখাগুলোতে ছুটির দিনেও লম্বা লাইন দেখা গেছে। কেউ টাকা জমা দিতে এসেছেন, কেউ উঠাতে। সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হওয়ায় দীর্ঘ অপেক্ষাও করতে হচ্ছে গ্রাহকদের। গতকাল মঙ্গলবার সরেজমিন একাধিক ব্যাংকের শাখায় এই দৃশ্য দেখা যায়। মতিঝিলের প্রাইম ব্যাংক কার্যালয়ে টাকা জমা ও বিতরণের লম্বা লাইন দেখা যায়। সীমিত লোকবলের সেবার কারণে দীর্ঘ অপেক্ষা করতে হয়েছে। সাইফ ইসলাম টাকা জমা দিতে এসে বলেন, সামনে কাউন্টারে কাজ করছেন একজন, এজন্য সময় লাগছে বেশি।

গতকাল ব্যস্ততায় টাকা জমা দিতে পারিনি। বাড়ি যাব, বাসার কিছু নগদ টাকা ব্যাংকে রেখে যেতে এসেছি। করিম উদ্দিন নামে একজন বলেন, আমাদের একটি কারখানা আছে। সবার বেতন হয়েছে, কিছু বেতন বাকি। গতকাল সব দিতে পারিনি, আজ দিচ্ছি। ব্যাংকের একাধিক কর্মকর্তা ঢাকা মেইলকে জানান, ছুটির দিন তাই কম লোকবল দিয়ে ব্রাঞ্চ খোলা। মূলত পোশাক শিল্প-সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের বেতন ভাতা দিতে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় খোলা আছে। কিন্তু এখানে অনেক সাধারণ মানুষ কেউ জমা দিতে কেউ উঠাতে আসছেন, তাদেরও সেবা দেওয়া হচ্ছে। প্রাইম ব্যাংকের মতিঝিল ব্রাঞ্চের এক কর্মকর্তা নাম প্রকাশ না করে বলেন, আমাদের ঢাকার মধ্যে তিনটি শাখা খোলা। এটিসহ গুলশান আর মহাখালী শাখা খোলা আছে। মূলত গত ঈদেও মতিঝিল বন্ধ ছিল। এবার মূল ব্রাঞ্চ হিসেবে খোলা রাখা হয়েছে। এদিকে গার্মেন্টস নেই তবুও হঠাৎ ভিড় হয়েছে। শুধু সাভারেই প্রাইম ব্যাংকের তিনটি শাখা খোলা আছে। গুলশান ব্রাঞ্চে খোঁজ নিয়ে জানা যায়, সেখানেও ভিড় রয়েছে ছুটির দিনে। ডাচ্-বাংলা ব্যাংকের গাজীপুরের একাধিক শাখা খোলা। সেখানে ভিড় রয়েছে বলে জানা গেছে। রাজধানীর গরুর হাট এলাকায় কিছু কিছু ব্যাংকের শাখা খোলা রেখেছে কর্তৃপক্ষ। ছুটির দিনে ব্যাংক খোলা রাখার বিষয়ে বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়েছে, আসন্ন ঈদুল আজহার আগে তৈরি পোশাকশিল্প-সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান কর্তৃক রপ্তানি বিল বিক্রয়ের এবং উক্ত শিল্পে কর্মরত শ্রমিক, কর্মচারী-কর্মকর্তাদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধের সুবিধার্থে কিছু ব্যাংক শাখা খোলা রাখতে হবে।